View Single Post
  #56  
Old February 21, 2012, 11:44 PM
PoorFan PoorFan is offline
Moderator
 
Join Date: June 15, 2004
Location: Tokyo <---> Dhaka
Posts: 14,850


হোম প্রথম পাতা সীমান্তে হাজারো মানুষেরমিলনমেলা
সীমান্তে হাজারো মানুষেরমিলনমেলা

লেখক: ইত্তেফাক ডেস্ক | বুধ, ২২ ফেব্রুয়ারী ২০১২, ১০ ফাল্গুন ১৪১৮

ভাষার টানে --------------
গতকাল মঙ্গলবার মহান ভাষা আন্দোলনের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে বেনাপোল ও আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে ছিল হাজারো মানুষের উপস্থিতি। কে বাংলাদেশি, কে ভারতীয় তা বোঝার কোন জো নেই। যৌথ প্রথমবারের উদ্যোগে ভাষার টানে বাংলাদেশ ও ভারতের বাংলা ভাষাপ্রেমীদের জন্য এদিন পরিণত হয়েছিল মিলনমেলায়।
বেনাপোল সংবাদদাতা জানায়, সকাল নয়টায় নোম্যান্সল্যান্ড নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, ভারতের পরিশ্চমবঙ্গ সরকারের বিধায়ক মন্ত্রী বিশ্বজিত্ দাস, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।
বাংলাদেশের সংসদ সদস্য আফিল উদ্দিন বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে দু’দেশের মানুষের ভাষার বন্ধনকে আটকে রাখা যাবে না। অবিলম্বে ভিসা প্রথা তুলে দিয়ে পাসপোর্টের মাধ্যমে আসা-যাওয়ার পদ্ধতি চালুর জোর দাবি জানানো হয় দু’দেশের সরকারের কাছে।
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, এই ভাষা মিলনের মধ্য দিয়ে দু’বাংলার মানুষ যেন একে অপরের পরিপূরক হয়। এ উপলক্ষে আলোচনা শেষে একুশের কবিতা আবৃত্তি, ছড়া, গীতিনাট্য ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী ও ভারতীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া সংবাদদাতা জানান, এদিকে ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস আবৃৃত্তি পরিষদ আর ত্রিপুরার আগরতলা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা নিহারিকার সহায়তায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একুশের গানটি সমবেতভাবে পরিবেশন করে দুই বাংলার শিল্পীরা। এছাড়া কবিতা আবৃত্তি ও আলোচনা হয়েছে আখাউড়া জিরো পয়েন্টে। অনুষ্ঠানে বক্তৃতায় ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী অনিল সরকার বলেন, একদিন এই ভাষাই সারা পৃথিবীর সীমানা খুলে দিবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিধায়ক পবিত্র কর, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার জামিল আহম্মেদ প্রমুখ।




Daily Ittefaq
Reply With Quote