View Single Post
  #1881  
Old March 2, 2013, 03:29 PM
Nocturnal's Avatar
Nocturnal Nocturnal is offline
Cricket Guru
T20 WC 2010 Fantasy Winner
 
Join Date: June 18, 2005
Location: Canada
Favorite Player: ABD / Kalam / Musta
Posts: 9,787

Exactly my thought!

Copied from FB: LINK

বি এন পি দেশের বহু মানুষের আস্থা হারালো। তারা ভুলেই গিয়েছে যে তারা দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি, তারা ভুলে গিয়েছে যে তারা তিন নম্ব্র দল নয়, তারা জামায়াত ছাড়াও টিকতে পারে। এটা খুবই স্পষ্ট যে গত পাঁচ বছরের আওয়ামী শাসনে মানুষ মোটেই খুশি ছিল না। সবকিছু সাধারণভাবে চললে আওয়ামী লীগ এমনিতেই হারত।রাজাকারদের ফাঁসি চাইলেই লীগকে সমর্থন করা হয় না! আওয়ামী লীগকে সাপোর্ট করে না, এমন বহু মানুষই মন থেকে রাজাকারদের ফাঁসি চায়। শাহবাগের আন্দোলনে একাত্ম হওয়া সারাদেশের মানুষের একটা বড় অংশ ছিল সাধারণ মানুষ যাদেরকে সুইং ভোট বলা যায়। এই মানুষগুলোর অনেকেই শাহবাগে আওয়ামী লীগের অংশগ্রহণকে সমর্থন জানায়নি। এরা নির্বাচনের সময় অনেকেই লীগকে ভোট দিতেন না। তাদের সামনে একটাই অপশন ছিল- বি এন পি। কিন্তু বি এন পি নিজেই এদের বিরুদ্ধে গিয়ে দাঁড়ালো। আর নিজের প্রতিপক্ষকে তো আর মানুষ ভোট দেবে না!সারা দেশ , সারা পৃথিবী যখন একাত্ম রাজাকারদের ফাঁসির দাবিতে, তখন বি এন পি-র মতো এত বড়ো একটা দল রাজাকারদের পাশে গিয়ে দাঁড়ালো , এটা হতাশাজনক। আমার ধারণা কেউ হয়ত হিসেব দিয়েছে খালেদা জিয়াকে যে শাহবাগে যে কয়জন আছে, তাদের ভোট এমনিতেও আপনি পাবেন না। তার চেয়ে অন্য পক্ষ নিন। কিন্তু শাহবাগের সীমানা তো শুধু একটা মোড়ে আবদ্ধ নয়- শাহবাগ এখন সারা বাংলাদেশের আনাচে কানাচে। শাহবাগ বাংলাদেশ পেরিয়ে সাড়ে আট হাজার মাইল দূরের বাংলাদেশীদের বুকে। এতগুলো মানুষের, এতগুলো সুইং ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেললেন এত সহজেই? মসজিদে আগুন দেয়া, মন্দির ভেঙ্গে ফেলা, হিন্দু বাড়ি পুড়িয়ে দেয়া, ভাংচুর, পুলিশ পিটিয়ে মেরে ফেলা, সাধারণ মানুষের গায়ে বোমা মারা- এগুলো যে ইসলাম নয়, মানুষ কিন্তু বুঝে ফেলেছে গতকাল। সবাই মন থেকে জামাত-শিবিরদের আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভকে জোর করে নিজের গায়ে টেনে এনে কি ভালো করলেন? অনেক পরজীবীই কিন্তু আশ্রয়দাতাকে হত্যা করে নিজে বংশবৃদ্ধি করে!
__________________
Armchair selectors name their XI and conduct heated selection meetings on internet. Blood young players, some experts cry. Pick the best players, regardless of age, insist others.