View Single Post
  #16  
Old February 27, 2013, 02:59 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497

Akram recommended not to let 28 (25 players selected in the preliminary squad for SL tour, Ashraful, and two other plalyers) cricketers participate in the league, because of their fitness conditions.

২৮ জনকে লিগ খেলতে না দেওয়ার সুপারিশ

ক্রীড়া প্রতিবেদক : শাহরিয়ার নাফীসের জায়গায় মোহাম্মদ আশরাফুলকে দলভুক্ত করার ঘোষণাটা দিলেন জাতীয় দলের হেড কোচ শেন জার্গেনসেন। কাল দুপুরে শ্রীলঙ্কাগামী বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর তাই ২৫ জনের প্রাথমিক দলেও না থাকা ক্রিকেটারকে নেওয়ার ব্যাখ্যা জানতে সবাই খুঁজতে শুরু করলেন আকরাম খানকে। কিন্তু তাঁকে আর পাওয়া যায় না। ফোনে ধরা গেলেও কোথায় আছেন তা বলেন না। একপর্যায়ে অবশ্য নিশ্চিত করলেন যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়েই আছেন এবং জানালেন, 'ভীষণ গোপনীয় কাজে ব্যস্ত আছি।' সেই গোপন ব্যাপারটা অবশ্য শেষমেশ আর গোপন থাকেনি। তিনি বিসিবি সভাপতি বরাবর কয়েক প্রস্থ সুপারিশ জমা দিতে গিয়েছিলেন। যেখানে আছে ২৮ জন ক্রিকেটারকে আগামী ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বে অংশ নিতে না দেওয়ার সুপারিশও। যদিও আকরাম এ বিষয়ে লুকোছাপারই আশ্রয় নিলেন। শুধু বললেন, 'আমি আমার কিছু পর্যবেক্ষণ সুপারিশ আকারে জমা দিয়েছি।' বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাঁর পর্যবেক্ষণে ক্রিকেটারদের ওপর বিরক্তিই বেশি। সম্প্রতি শ্রীলঙ্কা সফরের টেস্ট দল ঘোষণা হওয়ার পর অনেকের ইনজুরি নিয়ে প্রশ্ন আছে তাঁর মনেও। সেসবই তুলে ধরে কী কী করতে হবে, তা-ই সুপারিশ আকারে পেশ করেছেন তিনি। ইনজুরি ব্যবস্থাপনা বিষয়ে ক্রিকেটারদের নিন্দা করে কঠোর হওয়ারও পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতিকে। শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা ২৫ জন এবং আশরাফুলসহ আরো তিনজনকে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে খেলতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন। ওই সময়ে তাঁদের একাডেমীর অধীনে নিবিড় অনুশীলন ও ইনজুরি পরিচর্যায় ব্যস্ত রাখতে বলেছেন বলেও জানা গেছে।


Reply With Quote