View Single Post
  #32  
Old October 30, 2011, 11:09 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default মেয়েদের ক্রিকেট দল আসবে ৭ নভেম্বর থেকে

মেয়েদের ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্ব হবে ঢাকায়। ১৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আয়োজনের প্রস্তুতি তুলে ধরেন স্থানীয় আয়োজকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আহম মুস্তফা কামাল খেলা দেখার জন্য দর্শকদের প্রতি মাঠে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, "মাঠে দর্শক টানতে আমরা নানা ধরনের উদ্যোগ নিয়েছি।"

খেলা দেখতে টিকেট লাগবে না বলে তিনি জানান।

বাছাই পর্ব আয়োজনের প্রয়োজনীয় অর্থ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দিচ্ছে না। তারপরও আয়োজন সফল হবে বলে আশা করছেন তিনি।

প্রতিযোগিতার সমন্বয়ক আলী আহসান বাবু বলেন, "প্রস্তুতি শেষ পর্যায়ে। ৭ নভেম্বর থেকে দলগুলোর আসা শুরু হবে। প্রথম দিন আসবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। ১২ তারিখের মধ্যে সব দল এসে পড়বে।"

বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে বিসিবির মহিলা শাখার সভাপতি রেদুয়ান আহমেদ বলেন, "বংলাদেশের প্রস্তুতি ভালো। তিন-চার মাস ধরে খেলোয়াড়রা অনুশীলন করছেন। ভারত থেকে কোচ আনা হয়েছে। প্রস্তুতি ম্যাচ খেলার জন্য দল ভারত ও শ্রীলঙ্কা সফর করেছে।"

"শ্রীলঙ্কা এখানে আসার পর আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে," যোগ করেন তিনি।

প্রস্তুতির প্রয়োজনে জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল থেকে শুরু করে সব কোচের সহায়তা নিতে পারবেন মেয়েদের জাতীয় দলের কোচ মমতা মাবেন।

মেয়েদের ক্রিকেট দলের কোচ মমতা আপাতত জাতীয় দলের ফিল্ডিং কোচ জেসন সুইফটের সহায়তা চেয়েছেন।



SOURCE
Reply With Quote