View Single Post
  #25  
Old January 25, 2012, 10:55 PM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838

The pricing makes little more sense now considering the fact that 2 matches can be watched with 1 ticket and one and half hour long (5.00-6.30) entertainment will be provided in between matches. I have a feeling that the stadiums will still be packed.

এক টিকিটে দুই ম্যাচ, তবে...

টাকার খেলা বিপিএলের সবকিছুতেই টাকার ছড়াছড়ি। টিকিটেও সেটা আর বাদ থাকবে কেন? বাংলাদেশের দর্শকেরা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও যেখানে ৫০-১০০ টাকায় দেখে অভ্যস্ত, সেখানে ঘরোয়া টুর্নামেন্ট বিপিএলে টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০০ টাকা! প্রতিদিন ম্যাচ থাকবে দুটি, এক টিকিটে দুই ম্যাচ।
৪৫ কোটি টাকায় গেম অন স্পোর্টসের কাছ থেকে বিপিএলের টিকিট বিক্রির স্বত্ব কিনেছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক ইউরোপা গ্রুপের প্রতিষ্ঠান শিহাব ট্রেডিং হাউস। কাল শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে জানানো হলো টিকিট-বৃত্তান্ত। বিপিএলের টিকিট বিক্রি করবে ঢাকা ব্যাংক। ঢাকা মহানগরের ১০টি শাখার বাইরেও এই ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রি হবে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, কক্সবাজার, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া ও খুলনায়। ব্যাংকে টিকিট বিক্রি শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। তবে www.easy.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিটের ভাউচার সংগ্রহ করা যাবে আজ থেকেই। অনলাইনে বিক্রি হবে মোট টিকিটের ২০ শতাংশ।
বিপিএলের টিকিট-বৃত্তান্ত সাধারণ দর্শকদের জন্য হতাশার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পূর্ব গ্যালারির প্রতিদিনের টিকিটের মূল্য ৫০০ টাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারি এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিট তিন হাজার ৫০০ টাকা। আন্তর্জাতিক গ্যালারি ও ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডের পাঁচ হাজার টাকা। আট হাজার টাকা করে দাম করপোরেট লাউঞ্জ ও আন্তর্জাতিক গ্যালারির (উত্তর) টিকিটের। এ ছাড়া বিসিবি লাউঞ্জ ও করপোরেট বক্সের টিকিটের দাম ১২ হাজার টাকা করে। এই হিসাবে প্রতিদিনের সব টিকিট বিক্রি হয়ে গেলে শুধু টিকিট বিক্রি থেকে দিনে আয় হবে ছয় কোটি ৭১ লাখ ৩৬ হাজার টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচের ক্ষেত্রে অঙ্কটা তিন কোটি ২৭ লাখ ছয় হাজার ৫০০ টাকা। বোঝাই যাচ্ছে, টিকিটের দাম সেখানেও চড়া। সাধারণ গ্যালারির টিকিট সেখানেও ৫০০ টাকা। অথচ গত বিশ্বকাপেও ২০০ টাকায় ওয়ানডে ম্যাচ দেখতে পেরেছে দর্শক।
১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ১৮ থেকে ২২ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরের আটটি ম্যাচ। এরপর বিপিএল আবার ঢাকায় ফিরবে। ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোর পর ২৮ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল, ফাইনাল পরদিন। প্রথম ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়, দ্বিতীয়টি সন্ধ্যা সাড়ে ছয়টায়। দুই ম্যাচের মাঝে থাকবে গান-বাজনা।
টিকিটের দাম যে বেশি, বলিউডি অলংকারই সেটার মূল কারণ। সংবাদ সম্মেলনে শিহাব ট্রেডিংয়ের চেয়ারম্যান সেলিম চৌধুরীর ব্যাখ্যা, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক এক্সাইটমেন্ট থাকে। এক টিকিটে অনেক কিছু উপভোগ করবে দর্শক। অনেক সেলিব্রেটি আসবে। ডিজে থাকবে, গান থাকবে। প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি, প্রীতি জিনতার মতো বলিউডের তারকাদের আনব আমরা। টিকিটের দামে এসবের বাজেটও ধরা আছে।’ লটারির মাধ্যমে মাঠে আসা দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে বলেও ঘোষণা দিলেন তিনি।
http://www.prothom-alo.com/detail/da...26/news/219529
Reply With Quote