View Single Post
  #178  
Old March 24, 2013, 07:04 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

Quote:
এই প্রথম একা বিদেশে যাচ্ছি’

শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন ২১ মার্চ। অথচ আজই তাঁকে আবার ধরতে হচ্ছে শ্রীলঙ্কার উড়ান! টেস্টের পর ওয়ানডে দলেও সুযোগ পেয়ে গেলেন নাজমুলের চোটের কারণে। আগামী ২ এপ্রিল দেশে ফিরে তিন দিনের মাথায় বিয়ের পিঁড়িতে বসবেন। তবে শ্রীলঙ্কায় ওয়ানডে খেলতে যাওয়ার আগে দারুণ রোমাঞ্চিত পেসার শাহাদাত হোসেন

 দেশে ফিরেই আবার চলে যেতে হচ্ছে শ্রীলঙ্কায়। প্রস্তুত ছিলেন না নিশ্চয়ই...
শাহাদাত হোসেন: এটা কোচ-নির্বাচকদের সিদ্ধান্ত। যেতে তো হবেই। আর বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা খুব দূরে নয়। এত ছোট ফ্লাইটে ক্লান্তি-টান্তির কোনো সমস্যা হবে না। দূরে কোথাও হলে এসে আবার যাওয়াটা কঠিন হতো। তা ছাড়া একটা নতুন অভিজ্ঞতাও হবে।

 নতুন অভিজ্ঞতা! সেটা কী রকম?
শাহাদাত: নতুন অভিজ্ঞতা মানে এই প্রথম আমি একা বিদেশে যাচ্ছি। আগে কখনো একা দেশের বাইরে যাইনি। একা বিদেশে যাওয়ার কথা শুনলেই ভয় লাগত। এবার একা একা বিদেশে যাওয়ার অভিজ্ঞতাটাও হয়ে যাবে। আমি খুব এক্সাইটেড।

শুনলাম বিয়ে করছেন।
শাহাদাত: হ্যাঁ, দেশে ফিরেই বিয়ের অনুষ্ঠান সেরে ফেলব। আমরা শ্রীলঙ্কা থেকে দেশে ফিরব ২ এপ্রিল, বিয়ে হবে ৫ তারিখে। জাতীয় দলের সবাই বিয়েতে আসবে।

 পাত্রী কী করেন?
শাহাদাত: ওর নাম জেসমিন জাহান নৃত্য। উচ্চমাধ্যমিকের ছাত্রী। ঢাকায় মালিবাগে বাসা, পড়াশোনাও ঢাকাতেই করছে। তবে বাড়ি কুমিল্লায়। বাবা ইঞ্জিনিয়ার।


 চার দিনের ব্যবধানে আবার দেশ ছাড়ছেন। আপনার ব্যস্ত জীবন দেখে হবু স্ত্রীর প্রতিক্রিয়া কী?
শাহাদাত: ও তো খুশিই হয়েছে। খেলার ব্যাপারে নৃত্য আমাকে সব সময় উৎসাহ দেয়। ভবিষ্যতেও সমস্যা হবে না, আশা করি। আমার পরিবার আছে, ওর পরিবার আছে, সমস্যা কী? আর আমি তো যতটুকু পারি সময় দেবই।

 ওয়ানডেতে নিয়মিত নন। গত এশিয়া কাপে বাজে স্মৃতিও আছে। এবার কি বিশেষ কোনো লক্ষ্য নিয়ে যাচ্ছেন?
শাহাদাত: লক্ষ্য তো একটাই—ভালো খেলা। শেষ ওয়ানডে খেলেছি গত এশিয়া কাপে। ওই টুর্নামেন্টে খারাপ খেলেছি, কিন্তু একটা ম্যাচেই। বাকিগুলো ভালো হয়েছিল। এবার সুযোগ পেলে আরও ভালো বোলিং করার চেষ্টা করব। ওয়ানডেতে প্রতিটা বলই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে খেলব।

 গল টেস্টে খুব একটা ভালো বোলিং হয়নি আপনার। পরের টেস্টে সুযোগই পেলেন না দলে...
শাহাদাত: প্রথম টেস্টের উইকেট পুরোই ব্যাটিং উইকেট ছিল। বোলারদের কিছুই করার ছিল না। তার পরও দ্বিতীয় ইনিংসে কিছুটা ভালো বল করে ১ উইকেট পেয়েছি। গল টেস্টটা সব মিলিয়েই আমাদের জন্য খুব ভালো ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে এই প্রথম একটা টেস্টে নিজেরা পাঁচ দিন খেলে ড্র করলাম।

 ওয়ানডেতে টেস্ট খেলে আসার অভিজ্ঞতা কতটুকু কাজে লাগবে?
শাহাদাত: দেখা যাক, কতটুকু কাজে লাগে। কিন্তু শ্রীলঙ্কায় অনেক গরম পড়ছে এখন। জীবনে এত গরমের মধ্যে আমি খেলিনি। মাটির নিচ থেকে গরম উঠে আসে। সবারই খুব কষ্ট হচ্ছে। এ ছাড়া আর কোনো অসুবিধা নেই।
Matir nicch theke gorom uthe ashe !! Maney ki bhai ?

Anyway, congratulations and best wishes for SRK and his beloved better half for 2nd innings
Reply With Quote