View Single Post
  #93  
Old December 10, 2011, 05:17 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

We can learn a few things from this interview...
-------------------------------------------------------------------------------------------------------

মাঝে মাঝে নিজেরই হাসি পায়...
| তারিখ: ১১-১২-২০১১

যতক্ষণ উইকেটে ছিলেন, এমন হাসিমুখেই সময় কেটেছে হাফিজের

সবকিছুর দারুণ বিশ্লেষণ করতে পারেন, ক্রিকেট-জ্ঞান অগাধ। সতীর্থরা তাই তাঁকে ডাকেন ‘প্রফেসর’। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠা করতেই ৭ বছর লেগে গেছে। গত বছর দলে ফেরার পর থেকেই অবশ্য ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স, পাকিস্তানের সাম্প্রতিক সাফল্যে বড় অবদান তাঁর। কাল পেলেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ রান। কাল দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বললেন মোহাম্মদ হাফিজ, সেখানে ছিলেন আরিফুল ইসলাম

 দারুণ একটি ইনিংস শেষ হলো আম্পায়ারের বাজে সিদ্ধান্তে। নিশ্চয়ই হতাশ?
মোহাম্মদ হাফিজ: এটা দুর্ভাগ্যজনক, তবে আমি হতাশ নই। এটা খেলারই অংশ, এসব মেনে নিতেই হয়। আমার কোনো অভিযোগ নেই। যতটা ভালো খেলেছি, তার জন্যই স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানাই। কখনো কখনো কঠিন সিদ্ধান্ত পেতে হতেই পারে। সমস্যা নেই।


 ৪২ বছর পর টেস্টের প্রথম ওভার করলেন কোনো স্পিনার। নতুন বল হাতে নিয়ে কেমন ছিল অনুভূতি?
হাফিজ: কোচ-অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে, ভেবেছে, আমি পারব। গত এক বছরে নতুন বল হাতে অনেকবার বোলিং করছি। ওয়ানডেতে নিয়মিতই করছি, টেস্টে ওয়েস্ট ইন্ডিজে করেছি। আমি তাই আত্মবিশ্বাসীই ছিলাম।


 সতীর্থরা তো আপনাকে ‘প্রফেসর’ ডাকেন, কতটা উপভোগ করেন নিজের এই নাম?
হাফিজ: উমম...নামটা ভালোই। আমার কোনো সমস্যা নেই...(হাসি)। সবাই প্রফেসর বলে, এর কারণ হতে পারে আমি ফালতু কথা খুব বেশি একটা বলি না...! (হাসি)।

 গত বছর দলে ফেরার পর থেকে তিন ধরনের ক্রিকেটেই আপনার পারফরম্যান্স অসাধারণ। রহস্য কী? কী করেছেন বাইরে থাকা সময়টায়?
হাফিজ: বাদ পড়াটা ছিল খুব কঠিন। তবে ভুল থেকে শিক্ষা নেওয়াটাই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেটে যে ভুলগুলো করেছি, চেষ্টা করেছি ঘরোয়া ক্রিকেটে সেসব না করতে। হতাশ না হয়ে পারফর্ম করার চেষ্টা করেছি। কঠোর পরিশ্রম করে গেছি। এ জন্য হয়তো এখন সবকিছুই আমার পক্ষে যাচ্ছে। দলের জয়ে অবদান রাখতে পারছি, এতেই আমি সবচেয়ে বেশি খুশি।


 ২০০৩ সালে অভিষেক, দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি। কিন্তু ৮ বছরে মাত্র ২২ টেস্ট খেলতে পেরেছেন, আক্ষেপ নেই?
হাফিজ: আক্ষেপ খুব বেশি নেই। দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েই আমি খুশি, যত কম সুযোগই পাই না কেন। যা হয়েছে, হয়ে গেছে। এখন চেষ্টা করে যাব দলের জয়ে অবদান রেখে যেতে।


 সবাই আপনাকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবেই চিনত। অথচ এখন আপনি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর বোলার...
হাফিজ: সত্যি বলতে, ভাবলে মাঝে মাঝে আমার নিজেরই হাসি পায়...এটা কী করে হলো! আমি মূলত ব্যাটসম্যান, বোলিংটা আসে পরে। তবে ব্যাটসম্যান বলেই হয়তো বোলিংটাও ভালো হচ্ছে। কারণ নিজে ব্যাটসম্যান হওয়ায় অন্য ব্যাটসম্যানদের মনোজগৎটা আমি বুঝি, তাদের পড়তে পারি। বুঝতে পারি, তারা এখন কী করতে চাইছে। এ জন্যই ওয়ানডেতে আমার বোলিংটা বেশি কার্যকর। আমি চেষ্টা করি রান না দিতে। এটাই আমার বোলিংয়ের মূলমন্ত্র। যা-ই হোক, এই অর্জনে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। র‌্যাঙ্কিংয়ে দুইয়ে ওঠা প্রমাণ করে দলের জন্য আমি অবদান রাখতে পারছি। এটাই আমাকে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়।


 প্রথম সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে, আজ পেলেন চতুর্থ সেঞ্চুরিটাও। বাংলাদেশ তো মনে হয় আপনার প্রিয় প্রতিপক্ষ!
হাফিজ: আসলে সবাই সব দলের বিপক্ষেই পারফর্ম করতে চায়। আমিও সব ম্যাচেই শতভাগ দিতে চাই। আমার প্রথম সেঞ্চুরিটা বাংলাদেশের বিপক্ষে, আজ আবার পেলাম। এমন নয় যে বাংলাদেশ আমার প্রিয় প্রতিপক্ষ। তবে এভাবে পারফর্ম করে গেলে বাংলাদেশের বিপক্ষে খেলতে আমার খারাপ লাগবে না।

 ২০০৩ সালে আপনার অভিষেক সিরিজে বাংলাদেশ দারুণ খেলেছিল, দুটো টেস্ট জিততেও পারত। অথচ এবার দাঁড়াতেই পারছে না। বাংলাদেশ কি তাহলে পেছনে হাঁটছে?
হাফিজ: দেখুন, গত ৮-৯ বছরে বাংলাদেশ কিন্তু বেশ কিছু দারুণ ম্যাচও খেলেছে। অসাধারণ কিছু পারফরম্যান্সও ছিল। টেস্টের চেয়ে অবশ্য ওয়ানডেতেই তারা বেশি ভালো খেলেছে। তবে যত খেলবে, ততই শিখবে। কঠোর পরিশ্রম করে গেলে উন্নতি হবেই। আমরা প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সব সময়ই সমীহ করেছি। ওরা ভালো দল।


 ২৮০ রানে এগিয়ে পাকিস্তান, কাল আর কতক্ষণ ব্যাট করবে দল?
হাফিজ: আমার ঠিক জানা নেই। টিম ম্যানেজমেন্ট বলতে পারবে। তবে আমরা এখন খুব ভালো অবস্থায় আছি, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে। প্রথম দিনের চেয়ে কাল ব্যাটিং করা অনেক সহজ ছিল। সবাই ভালো ব্যাটিং করেছে, ইউনুস খান দারুণ খেলছে। ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেবেন কোচ-অধিনায়ক। দেখা যাক...।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!

Last edited by RazabQ; December 14, 2011 at 12:06 PM.. Reason: added bangla tag
Reply With Quote