View Single Post
  #62  
Old November 28, 2011, 03:07 PM
roman's Avatar
roman roman is offline
Cricket Guru
BPL 2015 Fantasy Winner
 
Join Date: July 18, 2004
Location: New York
Favorite Player: Shakib, Tamim, Mash
Posts: 14,088

বাংলাদেশ-পাকিস্তান টি২০ চার ম্যাচের ফল


প্রথম ম্যাচ
কেনিয়ায় চার দেশীয় টি২০ টুর্নামেন্ট। নাইরোবির জিমখানা স্টেডিয়াম, ২ সেপ্টেম্বর ২০০৭। টস : বাংলাদেশ।
স্কোরকার্ড : পাকিস্তান : ১৯১/৭, ২০ ওভার (ইমরান নাজির ৪৯, ইউনিস খান ৪৮, সালমান বাট ৩৩, আফ্রিদি ৩২, কামরান আকমল ১১; আশরাফুল ৩/৪২, ফরহাদ রেজা ২/৫৫, রাজ্জাক ১/১৮)।
বাংলাদেশ : ১৬১/৭, ২০ ওভার (নাজিমুদ্দিন ৮১, কাপালি ১৯, ফরহাদ রেজা ১৮, মাশরাফি ১০*; শোয়েব আখতার ২/৩০, আফ্রিদি ২/২৬, ইয়াসির আরাফাত ১/৩১)। ফল : পাকিস্তান ৩০ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : ইমরান নাজির।

দ্বিতীয় ম্যাচ
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি২০ বিশ্বকাপ। কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম, ২০ সেপ্টেম্বর ২০০৭। টস : পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ : ১৪০/১০, ১৯.৪ ওভার (জুনায়েদ সিদ্দিকী ৭১, আফতাব ১৫, নাদিফ চৌধুরী ১২, মাশরাফি ১১; শোয়েব মালিক ২/১৫, হাফিজ ২/২৭, গুল ১/১৭)। পাকিস্তান : ১৪১/৬, ১৯ ওভার (আফ্রিদি ৩৯, ইমরান নাজির ২৭, হাফিজ ২৩, সালমান বাট ২১, মালিক ২১*; রাজ্জাক ২/১৬, মাহমুদুল্লাহ ১/২৮)। ফল : পাকিস্তান ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : জুনায়েদ সিদ্দিকী (বাংলাদেশ)।

তৃতীয় ম্যাচ
পাকিস্তান-বাংলাদেশ একমাত্র টি২০ ম্যাচ। করাচির ন্যাশনাল স্টেডিয়াম, ২০ এপ্রিল ২০০৮। টস : পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ২০৩/৫, ২০ ওভার (মিসবাহ ৮৭*, ইউনিস খান ৪৭, শোয়েব মালিক ৩৫, ফওয়াদ আলম ১৬*; সাকিব ১/৩৩, মাশরাফি ১/৩৮)। বাংলাদেশ : ১০১/১০, ১৬ ওভার (নাজিমুদ্দিন ৪২, তামিম ২৩, আশরাফুল ১৩, আফতাব ৩; মনসুর আমজাদ ৩/৩, ওয়াহাব রিয়াজ ১/৭)। ফল :পাকিস্তান ১০২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : মিসবাহ-উল হক।

চতুর্থ ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ম্যাচ। সেন্ট লুসিয়ার গ্রস আইলেট, ১ মে ২০১০। টস : পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর : পাকিস্তান : ১৭২/৩, ২০ ওভার (কামরান আকমল ৭৩, সালমান বাট ৭৩, আফ্রিদি ৯; সাকিব ২/২৭, শফিউল ১/২৫)। বাংলাদেশ : ১৫১/৭, ২০ ওভার (আশরাফুল ৬৫, সাকিব ৪৭, তামিম ১৯, নাঈম ১০*; মোহাম্মদ সামি ৩/২৯, মোহাম্মদ আমের ২/১৬, সাঈদ আজমল ২/১৮)। ফল : পাকিস্তান ২১ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : সালমান বাট।

__________________
The mind is like a parachute, it only works when open.....Thomas Dewey
Reply With Quote