View Single Post
  #340  
Old March 27, 2009, 09:46 AM
PoorFan PoorFan is offline
Moderator
 
Join Date: June 15, 2004
Location: Tokyo <---> Dhaka
Posts: 14,850

Quote:
Originally Posted by Nocturnal
খেলা দেখে এই মাত্র বাসায় ফিরলাম। বাতাসে জোর গুজব টাকার অভাবে নাকি ঐ ব্যাটারা আগামী বার টিম নামাতে পারবে না জেনে সবার প্রিয় আবাহনী ক্লাব এক কোটি টাকার মোহ ভুলে ওদের এক গোলে জিতিয়ে দিল। এমনিতেই পরপর কয়েকবার বি-লীগ আর অনান্য সব হাবিজাবি কাপ চ্যাম্পিয়ান হয়ে ক্লাবে ট্রফি রাখার জায়গা নাই, তার উপর ঐ ব্যাটারা টিম না দিলে এই সব পুচকে ভাই ভাই, মুক্তি, রাসেল'দের হারানোতে কোন মজাই তো নাই। গোলের আগে-পরে অনেক সুযোগ পেলেও তার কোনোটিই কাজে লাগালো না ইচ্ছা করে- বেচারা মদনরা নাহয় নিয়েই নিক কিছু টাকা-কড়ি নইলে যে ওদের অস্তিত্ব নিয়েই টানাটানি পরে যায়। খেলার জগতের সবচেয়ে বড় উদারতার পরিচয় দিয়ে সারা খেলা ভাল খেলেও গোল করলো না দল। লাল সালাম তোমাদের। যারা খেলা দেখেননি তাদের বলছি খুশি থাকুন দল যা খেলেছে- দ্বিতীয় অর্ধে গোলকিপার বিপ্লব বলের অভাবে সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিল। পুরো খেলা ওদের হাফে - খালি গোলটাই করল না ভাল মানুষি করে। ঢাকার মাঠে এর চেয়ে বেশি দর্শক শেষ কবে হয়েছে তা রীতিমতো গবেষণার বিষয়। জয় হোক ফুটবলের, জয় হোক আবাহনীর!



বিঃদ্রঃ ফুলবাবু আর সাকিব আল হাসান খুব কাছ থেকেই খেলা উপভোগ করেছে। সাথে ছিল ইবনে জামালী, মইন ইউ আর হাসিনা আপা। ভিভিআইপি গ্যালারির হোটেল পূর্বাণীর কমপ্লিমেন্টারি খাওয়াটাও বেজায় ভাল ছিল। আর আমার সাথে র‌্যাবজ ভাই থাকাতে আনন্দটা পুরা দ্বিগুন লেগেছে। আবাহনী ক্লাবের ভাল একটা চ্যারিটির অংশ হতে পেরে আমি গর্বিত।
Bah! Purapuri senseless ar ki!! ta to hobar-i-kotha. It always takes time to heal, make sure you guys sleep for sometime.
Reply With Quote