View Single Post
  #1  
Old December 4, 2010, 05:04 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524
BDFlag Road crash kills sprinter Mahbub Alam

Quote:
সোনাজয়ী অ্যাথলেট মাহাবুব আলম সড়ক দুর্ঘটনায় নিহত



সাফ গেমসে সোনাজয়ী অ্যাথলেট মাহাবুব আলম (৩৫) আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর লাশ এখন ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার হোসেন জানান, আজ ভোরে কুমিল্লা থেকে মাইক্রোবাসে করে অ্যাথলেট মাহাবুব আলম ঢাকায় যাচ্ছিলেন। কাচপুর এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলেই মাহাবুব আলমের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাসে থাকা অ্যাথলেটিক ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াহিয়া ও গাড়ির চালক আহত হন।

অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম জানান, মাহাবুব আলম ১৯৯৫ সালের সাফ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেন। ১৯৯৯ সালের সাফ গেমসে তিনি রৌপ্য পদক পান। তিনি আরও জানান, অ্যাথলেটিকস ফেডারেশনের সদস্য মোহাম্মদ ইয়াহিয়ার আমন্ত্রণে গতকাল তিনি কুমিল্লায় তাঁর ভাইয়ের বাসায় যান। প্রাথমিক চিকিত্সা শেষে মোহাম্মদ ইয়াহিয়া রাজধানীর রায়েরবাজারে তাঁর বাসায় চলে গেছেন।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস জানান, নিহত মাহাবুব আলম বাংলাদেশের দ্রুততম মানব ছিলেন। তিনি বেশ কয়েকবার জাতীয় পর্যায়ে সোনা জিতেছেন। তিনি বর্তমান ফেডারেশনের কার্যকরী কমিটির সদস্য। তাঁর বাড়ি কিশোরগঞ্জে।

প্রসঙ্গত, এর আগে ১০০ মিটার স্প্রিন্টে সাফ গেমসে দুবারের সোনাজয়ী শাহ আলম সড়ক দুর্ঘটনায় নিহত হন।

Quote:
Road crash kills sprinter Mahbub Alam

Country's fastest runner and gold winner of SAF Games Mahbub Alam has been killed in a road accident on Dhaka-Chittagong highway near Narayanganj.

Kanchpur highway police station chief Shahriar Hossain said Mahbub died on the spot when the microbus carrying him hit a roadside stationary truck near Kanchpur at Sonargaon early Saturday. He was on his way to Dhaka from Comilla.

His driver, who was critically injured in the accident, was admitted to a local clinic.

Alam's body was kept in Narayanganj General Hospital morgue for autopsy. He hailed from Kishoreganj.

Former general secretary of Bangladesh Athletics Federation Ibrahim Chengish said Alam won gold in a 200-metre sprint in the 1995 Chennai SAF Games. He had also bagged gold medals several times at the national level. Lately, he was member of the Athletics Federation's executive committee.


Really sad !! Inna......Rajeun !!! May Allah grant his soul in paradise !!
Reply With Quote