View Single Post
  #2540  
Old November 15, 2010, 09:17 AM
Nadim's Avatar
Nadim Nadim is offline
Moderator
 
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 48,721

Some interesting news.


ভাষণ একজন রাজনৈতিক নেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ্যতা। এর বলেই আম জনতার কাছে বেড়ে যায় নেতার গ্রহণযোগ্যতা। আবার কখনো এর দুর্বলতায় জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমে। পৃথিবীর বিভিন্ন দেশে তাই রাজনীতিকরা ব্যবহার করেন পেশাদার স্পিচ রাইটার বা ভাষণ লেখক।

আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের ভাষণ লিখে দিতেন টমাস জেফারসন, জেমস মেডিসন ও আলেকজান্ডার হ্যামিলটন। ফ্রাঙ্কলিন রুজভেল্ট এ কাজে ব্যবহার করতেন বিখ্যাত নাট্যকার রবার্ট শেরউডকে। জন এফ কেনেডির বেশির ভাগ ভাষণই লিখতেন তার কাউন্সিলর থিওডোর সোরেনসন ও ইতিহাসবিদ আর্থার এম. শ্লেসিঙ্গার। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী ভাষণ লিখতেন জন ফেবেরু।

আবার কোনো স্পিচ রাইটারের সাহায্য না নিয়েই ভাষণ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান গণতন্ত্রের জনক আব্রাহাম লিংকন। তার বিখ্যাত ‘গেটিসবার্গ অ্যাড্রেস’ মানবেতিহাসের অন্যতম সেরা ভাষণগুলোর একটি। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছিলেন অনলবর্ষী বক্তা। তার ভাষণেরও কোনো লেখক ছিলো না। এমনকি কোনো নোটের সাহায্য ছাড়াই ভাষণ দিতেন বঙ্গবন্ধু। তার ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বাঙালি জাতিকে দিয়েছিল ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির প্রেরণা আর স্বাধীনতার দিকনির্দেশ। তার ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’--এই উক্তি আজ বাঙালির চিরকালের মুক্তির বীজমন্ত্র হয়ে আছে।

বাংলাদেশের বর্তমান বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ভাষণ লেখক হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম শোনা গেলেও তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি কখনোই। তবে ভাষণের কলা-কৌশল, শব্দ চয়ন ও প্রয়োগ থেকে সংশ্লিষ্ট সবারই ধারণা, ২০০১ সালের নির্বাচনী ভাষণ এবং পরবর্তী সময়ে তিনি ক্ষমতায় আসার পর তার ভাষণগুলো লিখতেন জনপ্রিয় কলাম লেখক ও সাংবাদিক শফিক রেহমান। কিন্তু তার প্রমাণ ছিলো লোকচক্ষুর অন্তরালেই। আড্ডায় আলোচনায় এ নিয়ে পক্ষে বিপক্ষে কথা হয়েছে অনেক।

শফিক রেহমান নিজে কখনোই এ কথা স্বীকার না করলেও এর একটি প্রমাণ বাংলানিউজের হাতে এসেছে।

গত ১৪ নভেম্বর আইএসপিআর ও ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্যরা যখন সাংবাদিকদের সেনানিবাসে খালেদা জিয়ার ছেড়ে আসা ৬ মঈনুল রোডের বাড়িটি দেখাতে নিয়ে যান, তখন একটি কভার লেটারসহ এমন একটি ভাষণের কপি অযত্নে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

খালেদা জিয়ার শোবার ঘরের মেঝেতে পড়ে থাকা ওই কপিটি ছিল ২০০১ সালের ২৫ সেপ্টেম্বরে শফিক রেহমানের লিখে দেওয়া একটি নির্বাচনী ভাষণের প্রথম খসড়া। বাংলানিউজের আলোকচিত্রী তুলে আনেন দৈনিক যায়যায়দিনের প্যাডে লেখা সেই খসড়া ভাষণের কভার লেটারটির চিত্র।



http://www.banglanews24.com.bd/detai...16889&toppos=1
__________________
হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহ ও আমাদের সহায় হবেন। চলো বাংলাদেশ!
Reply With Quote