View Single Post
  #8124  
Old August 9, 2013, 01:25 PM
mufi_02's Avatar
mufi_02 mufi_02 is offline
BanglaCricket Staff
Editorial Team
 
Join Date: August 2, 2011
Location: NY
Favorite Player: Lara, Shakib
Posts: 8,002

http://www.banglanews24.com/detailsn...09085643216211

ক্যারিবীয়ায় সাকিবের ভিন্ন ঈদ অনুভূতি

ঢাকা: ঈদটা এবার অনেক দূরে কাটছে সাকিব আল হাসানের। প্রায় সাড়ে নয় হাজার মাইল দূরে ক্যারিবীয় দ্বীপে। পেশাদার এই ক্রিকেটার ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী আসর খেলছেন বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে। বউ উম্মে আহমেদ শিশিরকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে ভাগাভাগি করছেন ঈদ আনন্দ। সেখান থেকেই ফোনালাপে ঈদ নিয়ে কিছু স্মৃতি ও আনন্দ ভাগাভাগি করলেন বাংলানিউজের সঙ্গে। পাঠকদের সামনে চুম্বক অংশ তুলে ধরলেন স্পোর্টস করেসপন্ডেন্ট সোহানুজ্জামান খান-

প্রশ্ন: দেশে একরকম ঈদ, আর দেশের বাইরে নিশ্চয় অন্যরকম? পার্থক্য কতটা?
সাকিব: পার্থক্য তো অনেক। দেশে পরিবারের সঙ্গে থেকে ঈদ উদযাপন অনেক ভালো লাগে। সেখানে বন্ধুদের সঙ্গে সারাদিন আনন্দ করা যায়। আত্মীয়স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া। বিকেলের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা। দারুণ লাগে। কিন্তু দেশের বাইরে একেবারেই নতুন পরিবেশ। নতুন দেশে ভিন্ন সংস্কৃতি। আত্মীয় স্বজনও নেই। অবশ্য ঈদের সময় দলের সঙ্গে দেশের বাইরে থাকলে ঈদটা হয় অন্যরকম। টিমমেটদের সঙ্গে সময়টা কাটানো যায়।

প্রশ্ন:এবার ওয়েস্ট ইন্ডিজের ঈদ কাটাতে হচ্ছে। কোনো বিশেষ পরিকল্পনা আছে এবারের ঈদে?
সাকিব: এবারের ঈদে চাইলেও নামাজ পড়তে পারব না। সকাল নয়টায় ত্রিনিদাদে চলে যেতে হচ্ছে। সেখানে সিপিএলের সেন্ট লুসিয়া জুকসের সঙ্গে খেলা আছে। তামিম (তামিম ইকবাল) খেলছে ওই দলের হয়ে। ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। শুভেচ্ছা বিনিময় করব। অবশ্য খেলার মধ্যে থাকব বলে ওসব নিয়ে ভাবছি না। মাঠের পারফরমেন্সের দিকেই মনোযোগ আমার।

প্রশ্ন: ঈদে ছোটবেলার ফয়সাল ও বড় বেলায় তারকা সাকিবের পার্থক্য কোথায়?
সাকিব: ছোটবেলায় ঈদের দিন কী কী করব তা আগের রাতেই পরিকল্পনা করা থাকত। বন্ধুরা মিলে ঘুরে বেড়াতাম, সবাইকে সালাম করে সেলামি নিতাম। কিন্তু তারকা হওয়ার পর এখন অনেক কিছুই সম্ভব হয় না। তবুও ঈদের দিন মজা করে কেটে যায়।

প্রশ্ন: এখন সেলামি নেওয়া হয়, না দেওয়া হয়?
সাকিব: হাসি...। এখন আর কী সেলামি নিব। সেলামি দিতে হয়। বাড়ির সব ছোটরা সেলামির পরিমাণ বেশি প্রত্যাশা করে এখন।

প্রশ্ন: বিয়ের পর প্রথম ঈদই তো দেশের বাইরে কাটাতে হলো, নতুন একটি অভিজ্ঞতা। অনুভূতি কেমন?
সাকিব: এবারের ঈদে তো আপনজন বলতে পাশে পাচ্ছি শিশিরকেই। তার সঙ্গেই পুরোটা আনন্দ ভাগ করতে হচ্ছে। ভালো লাগছে।

প্রশ্ন: ঈদের জন্য কেনাকাটা কোথায় থেকে কিনেছেন? কী কিনলেন?
সাকিব: আসলে বিভিন্ন জায়গায় আমি শপিং করি। তবে ঈদ উপলক্ষে এখানে (ওয়েস্ট ইন্ডিজ) আসার আগে ইংল্যান্ড থেকেই কেনাকাটা করেছি। পায়জামা-পাঞ্জাবি, শিশিরের জন্য সালোয়ার-কামিজ কেনাকাটা করলাম।

প্রশ্ন: বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে কেমন সময় কাটালেন? জামাই আদর কেমন পেলেন?
সাকিব: একেবারেই নতুন একটা অভিজ্ঞতা। অনেক আতিথেয়তা পেয়েছি। আমেরিকায় অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। ঘোরাঘুরিতে বেশি সময় পার করেছি।


প্রশ্ন: ঈদে দেশের মানুষদের কতটা মিস করছেন?
সাকিব: পরিবারের সদস্যদের খুব বেশি মিস করছি। সবসময় মাগুঢ়ায় ঈদ করার চেষ্টা করেছি। ওখানে থাকলে ঈদের নামায পড়তাম। আত্মীয়দের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করতাম। কিন্তু এখানে এবার আমি আর শুধু শিশির। যাই হোক, এখান থেকেই পরিবার ও দেশের ভক্তদের ঈদ শুভেচ্ছা জানাতে চাই।
__________________
Bangladesh
Reply With Quote