View Single Post
  #48  
Old November 13, 2012, 11:03 AM
Nadim's Avatar
Nadim Nadim is offline
Moderator
 
Join Date: September 16, 2008
Location: Guantanamo
Favorite Player: Innocent Bird
Posts: 48,721

সোহাগ গাজীকে খেলাবেন এমন পরিকল্পনা আগে থেকেই ছিলো জাতীয় দল নির্বাচকদের। মঙ্গলবার তিনি খেললেনও। অভিষেক টেস্টের প্রথম ওভারে ১৪ রান দিলেও দিন শেষে তিনিই সফল বোলার। ৩২ ওভারে ৯৭ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। ক্রিস গেইল, কাইরান পাওয়েল ও ড্যারেন ব্রাভোকে আউট করেছেন তিনি। খেলা শেষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে বলছিলেন সোহাগ গাজী।

প্রশ্ন: প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পর কি মনে হয়েছে?

সোহাগ গাজী: আগে থেকে প্রস্তুতি ছিলো গেইল আক্রমণে থাকলে আমি প্রথম ওভার করবো। ওই ভাবে প্রস্তুতি নিয়ে বোলিং করেছি, কি আর করা ওইরকম হয়নি। কিন্তু দ্বিতীয় ওভারে আমার প্রস্তুতি ছিলো যে, কিছু একটা করতে হবে। ভালো করে বল করতে হবে, বেশি করে ডট বল করতে হবে। কে আক্রমণে ছিলো আমি তা ভাবিনি।


Read the full interview here: http://www.banglanews24.com/detailsn...13064451151093
__________________
হোঁচট খেয়েছি অনেকবার, তবুও হার মানিনি। বাঁধা এসেছে বারবার, তবুও থেমে থাকিনি। বাঘেরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। আপনারা আমাদের সাথেই থাকুন... ইনশাল্লাহ আল্লাহ ও আমাদের সহায় হবেন। চলো বাংলাদেশ!
Reply With Quote