View Single Post
  #190  
Old May 22, 2012, 08:50 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default মহিলা ক্রিকেটে গুলশান ইয়ুথ ও ওরিয়েন্টের জয়

মহিলা ক্লাব ক্রিকেট লিগে জয় পেয়েছে গুলশান ইয়ুথ ক্লাব ও ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার গুলশান ইয়ুথ ২৪ রানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ও ওরিয়েন্ট ৩ উইকেটে রাইজিং গার্লস ক্রিকেট অ্যাকাডেমিকে হারিয়েছে।

গুলশান ইয়ুথ-শেখ জামাল

বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক লতার অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ১৫৪ রান করে গুলশান ইয়ুথ।

সানজিদার (২২) সঙ্গে ৬৪ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে সুবর্ণার (২২) সঙ্গে ৩৩ রানের আরেকটি ভালো জুটি গড়েন লতা। লতার ৬২ রানের অধিনায়কোচিত ইনিংসে ১২টি চার।

২২ রানে ২ উইকেট নেন শেখ জামালের শরিফা খাতুন।

জবাবে ৩৩ ওভার ৫ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল। সর্বোচ্চ ৩৫ রান আসে অতিরিক্ত থেকে। অধিনায়ক চামেলি খাতুন ৩২ ও আয়েশা আক্তার ৩০ রান করেন।

২৫ রানে ৪ উইকেট নিয়ে সুবর্ণা গুলশান ইয়ুথের সেরা বোলার।

ওরিয়েন্ট-রাইজিং গার্লস

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ৫ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় রাইজিং গার্লস। সর্বোচ্চ ২৭ রান করেন অধিনায়ক সুস্মিতা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে আরিফা আক্তারের ব্যাট থেকে।

ওরিয়েন্টের পক্ষে শাহরিমা খাতুন ও রিতা রায় দুটি করে উইকেট নেন।

জবাবে অধিনায়ক পবিত্র রায়ের ৩৩ ও তমালিকা সুমনার ২০ রানের সুবাদে ৩৭ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওরিয়েন্ট।

২৬ রানে ৪ উইকেট নিলেও আরিফা রাইজিং গার্লসকে জয় এনে দিতে পারেননি।


SOURCE
Reply With Quote