View Single Post
  #192  
Old May 23, 2012, 10:09 AM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default গুলশান ইয়ুথ ও বিকেএসপির বড় জয়

মহিলা ক্লাব ক্রিকেট লিগে বড় ব্যবধানে জিতেছে গুলশান ইয়ুথ ও বিকেএসপি। গুলশান ইয়ুথ ১৫৫ রানে ঢাকা নর্দার্ন উইমেন্স ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি ৮২ রানে দিপালী যুব সংঘকে হারিয়েছে।

গুলশান ইয়ুথ-ঢাকা নর্দার্ন

বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩৪ রান করে গুলশান ইয়ুথ। সর্বোচ্চ ৪১ রান করেন সানজিদা। অধিনায়ক লতার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান।

এছাড়া পূজা দাস ২৯, শারমীন ২৯, রেশমা আক্তার ২৬ ও তিথি রানী ২১ রান করেন।

ঢাকা নর্দার্নের পক্ষে হালিমা আক্তার ও ফারজানা দুটি করে উইকেট নেন।

জবাবে ২৫ ওভার ২ বলে ৭৯ রানেই অলআউট হয়ে যায় ঢাকা নর্দার্ন। সর্বোচ্চ ২৫ রান করেন সাবিনা খাতুন। এছাড়া অধিনায়ক তাসলিমা আক্তার ১৩ ও কামরুন নাহার ১০ রান করেন।

গুলশান ইয়ুথের পক্ষে শারমীন ও ইয়ামিন রূপা দুটি করে উইকেট নেন।

বিকেএসপি-দিপালী যুব সংঘ

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২০৭ রান করে বিকেএসপি।

চতুর্থ উইকেটে অধিনায়ক শারমীন ও নুজহাতের ১০৪ রানের জুটি লড়াই করার মতো সংগ্রহ এনে দেয় বিকেএসপিকে। ৬৬ বল স্থায়ী নুজহাতের ৫৩ রানের ইনিংসে ৩টি চার।

মাত্র ২ রানের জন্য শতকের দেখা পাননি শারমীন। ১১০ বলে খেলা তার অপরাজিত ৯৮ রানের অধিনায়কোচিত ইনিংসটি ৬টি চারে সাজানো।

দিপালীর পক্ষে ৩৭ রানে ২ উইকেট নেন আশা।

জবাবে ৮ উইকেটে ১২৫ রানেই থেমে যায় দিপালীর ইনিংস। সর্বোচ্চ ৩০ রান করেন সুমনা। এছাড়া আশা ১৯ ও নাজিরা আক্তার ১৪ রান করেন।

বিকেএসপির পক্ষে একা মলি¬ক ও ডলি রানী দুটি করে উইকেট নেন।



SOURCE
Reply With Quote