View Single Post
  #1033  
Old December 21, 2009, 07:09 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497

‘দল জেতায় খুশি’

৩৯ রান আর ৯ উইকেট—প্রথম ছয় ম্যাচের ব্যর্থই বলা যায় তাঁকে। তবে আবাহনীর বিপক্ষে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচে তিনিই হয়ে উঠলেন নির্ধারক। ম্যান অব দ্য ম্যাচও মোহামেডানের পাকিস্তানি অলরাউন্ডার রানা নাভেদ-উল হাসান

 চ্যাম্পিয়ন হলেন। কেমন লাগছে?
রানা নাভেদ-উল হাসান: খুবই ভালো লাগছে...বিশেষ করে শেষ পর্যন্ত আমরা যেভাবে জিতলাম। খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। মোহামেডানের জন্য এই জয় অনেক বড় পাওয়া। দলে অনেক তরুণ প্রতিভা আছে, আশা করি, এই সাফল্য তারা ধরে রাখতে পারবে।

 খুব ভালো শুরু ছিল না মোহামেডানের। তারপরও আশা করেছিলেন জিতবেন?
রানা নাভেদ: এটা ঠিক যে আমাদের শুরুটা খুব ধীর ছিল। প্রথম চার-পাঁচ ওভারে ওভারপ্রতি ৫ রান করে এল। ধৈর্য ধরে খেলার পরিকল্পনা থাকলেও রানটা একটু বেশিই আস্তে আসছিল। কিন্তু পরে আমরা সেটা কাটিয়ে উঠেছি।

 আপনার নিজের পারফরম্যান্সের কথা বলুন। এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হলেও আগের ম্যাচগুলোয় তো ভালো খেলতে পারেননি...
রানা নাভেদ: সব মিলিয়ে সন্তুষ্ট নই অবশ্যই। আমার কাছে মোহামেডানের যে আশা ছিল, সেটা প্রথম ম্যাচগুলোতে পূরণ করতে পারিনি। বিশেষ করে ব্যাট হাতে বারবারই ব্যর্থ হচ্ছিলাম। শেষ ম্যাচে ভালো খেলেছি, কিন্তু আমার জন্য সেটাও যথেষ্ট নয়। তারপরও দল জেতায় খুশি।

 যখন ব্যাট করতে নামলেন, কী ভাবছিলেন?
রানা নাভেদ: পাওয়ার প্লে চলছিল তখন। আমার পরিকল্পনা ছিল ওভারপ্রতি ১০-১২ রান করে নেব, শেষ পর্যন্ত খেলব। ফয়সালের উইকেট পড়ার পর মনো হলো আমাকেই ম্যাচ শেষ করতে হবে। আত্মবিশ্বাসীও ছিলাম পারব।

 আউট হওয়ার আগে একটা সিঙ্গেল নেওয়ার সুযোগ পেয়েও নেননি। ওটা নিলে হয়তো আপনিই ম্যাচ জিতিয়ে আসতে পারতেন...
রানা নাভেদ: হ্যাঁ, ওখানে আসলে ভুলই করেছি। তবে এটা ক্রিকেটেরই অংশ...।

 শেষ দুই ওভারে স্পিনার আসায় কি কাজটা সহজ হয়ে গিয়েছিল?
রানা নাভেদ: ততটা সহজ আসলে ভাবিনি। মোহাম্মদ রফিক অনেক অভিজ্ঞ বোলার, তাঁর বলে মারা কঠিন। সাকিবও অভিজ্ঞ...।

 অনেক দর্শক ছিল গ্যালারিতে। তাদের সমর্থন কেমন উপভোগ করলেন?
রানা নাভেদ: দর্শকেরা এখানে খুবই ভালো। তারা স্পোর্টিং, ভালো খেলাকে সমর্থন করে।

 আপনি আর আবদুল রাজ্জাক টপ স্পোর্টের হয়ে শারজায় বাংলাদেশের আরেক ঘরোয়া টুর্নামেন্ট পিসিএলে খেলবেন শুনেছি...
রানা নাভেদ: হ্যাঁ, টপ স্পোর্টে সাইন করেছি আমরা। ওই সময়ে যদি ফ্রি থাকি, তাহলে খেলব।


http://prothom-alo.com/detail/date/2...-22/news/26961
Reply With Quote