View Single Post
  #83  
Old April 16, 2012, 08:27 AM
shuziburo's Avatar
shuziburo shuziburo is offline
Moderator
 
Join Date: April 12, 2007
Location: Dhaka / NYC Metro Area
Favorite Player: Shakib, Nasir, Sir Don
Posts: 10,007

ইত্তেফাক reports:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ মাসের শেষ দিকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানে দল পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে। যদিও বিসিবির কয়েকজন পরিচালক গতকাল রবিবারও এ ব্যাপারে নেতিবাচক মনোভাবের কথা জানান।

বিসিবি সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি দুবাইয়ে অনুষ্ঠানরত আইসিসি’র (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) সভার ফাকে এ বিষয়টি নিশ্চিত করেন তার পাকিস্তানি বিপক্ষকে। বার্তা সংস্থা এএফপি জানায় মোস্তফা কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমি আনন্দের সাথে সফরটি নিশ্চিত করছি যাতে বাংলাদেশ ২৯ এপ্রিল একটি ওয়ানডে ম্যাচ এবং পরের দিন একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। দু’টি খেলাই হবে লাহোরে।’ তার এ ঘোষণায় পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ তার প্রতিক্রিয়ায় বলেন, এটা ভাল নিদর্শন। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে বাংলাদেশ সফরটি নিশ্চিত করেছে। অবশ্যই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এ সফরটি যাতে অনুষ্ঠিত তা নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি রাখবো না।’

Full report at পাকিস্তান সফর নিশ্চিত করলেন বিসিবি সভাপতি.
__________________
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।
Reply With Quote