View Single Post
  #2  
Old November 16, 2012, 01:55 AM
Naimul_Hd's Avatar
Naimul_Hd Naimul_Hd is offline
Cricket Guru
 
Join Date: October 18, 2008
Location: Global City of Australia
Favorite Player: Shakib, Mashrafe
Posts: 13,524

সুভাষ দত্ত আর নেই

বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত আর নেই। শুক্রবার সকাল ৭টায় ৮২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে রাজধানীর রামকৃষ্ণ মিশনের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

১৭ নভেম্বর সকাল ১১টায় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। একই দিন বিকেল ৩টায় তাকে এফডিসি আনা হবে। কাল সন্ধ্যায় পোস্তগোলা শ্মশানে এ বরেণ্য চলচ্চিত্রকারের শেষকৃত্য হবে বলে পারিবারিক সূত্র জানায়।

দিনাজপুরের মামা বাড়িতে সুভাষ দত্ত ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। কর্মজীবনের প্রথম দিকে তিনি সিনেমার পোস্টার আঁকা, বাংলা চলচ্চিত্রে অভিনয় ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার অসামান্য সাফল্য রয়েছে।

মঞ্চেও অভিনয় করেছেন সুভাষ দত্ত। ১৯৭২ সালে ‍‍‍‍‍‍‌আরণ্যক নাট্যদলের প্রযোজনায় ‌‍‍‘কবর’ নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন তিনি। একাধারে কৌতুক অভিনেতা হিসেবেও বেশ প্রশংসা কুড়িয়েছেন এ চলচ্চিত্র ব্যক্তিত্ব।

সুভাষ দত্তের নির্মাণ করা প্রথম ছবি ‘সুতরাং’ মুক্তি পায় ১৯৬৪ সালে।এরপর আবির্ভাব, নৌকা, পালাবদল, ফুলশয্যা, আকাঙ্ক্ষা, বসুন্ধরা, আয়না ও অবশিষ্ট, ডুমুরের ফুল, বিনিময়, সকাল সন্ধ্যা ও আলিঙ্গণসহ বহু দর্শক-নন্দিত ছবি।
Reply With Quote