View Single Post
  #17  
Old December 5, 2010, 01:38 PM
syedmahm's Avatar
syedmahm syedmahm is offline
First Class Cricketer
 
Join Date: January 31, 2004
Location: Trondheim, Norway
Posts: 432
Default Ittefaq report

Ittefaq reported from different angle. Hope their report turns to be false. But if it is true, then I would be scared.

Source: http://ittefaq.com.bd/content/2010/12/06/news0158.htm


একাদশ গঠন নিয়ে কোচের সাথে বিরোধ


স্ত্রীর অসুস্থতার কথা বলে দেশে ফিরে গেলেন সিডন্স

০০ আরাফাত দাড়িয়া

বেশ কিছুদিন ধরে দলের ভিতের কোন্দলের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। ক্রিকেট বোর্ড, নির্বাচক, অধিনায়ক এবং কোচের ভিতরে একটা ঠাণ্ডা লড়াই চলছিল নিউজিল্যান্ড সিরিজের পর থেকে। গতকাল সেই অন্তর্দ্বদ্বের আংশিক বহিঃপ্রকাশ ঘটে। জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স সিরিজের মাঝপথেই দেশে ফিরে যাওয়ায় দ্বন্দ্বের মাত্রাটি যেন সবার কাছে পরিষ্কার হয়ে যায়। ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, সিডন্সের স্ত্রী অন্তঃসত্ত্বা, জরুরি ভিত্তিতে তাকে দেশে ফিরে যেত হবে বলেই তিনি গত রাতে চলে গেছেন। সিরিজের মাঝপথেই কোচের চলে যাওয়াটা মোটেও কেউ মেনে নিতে পারছেন না, এমনকি বোর্ডের অনেক পরিচালকও হঠাৎ তার চলে যাওয়ায় অসন্তুষ্ট।

হঠাৎ করেই স্ত্রীর অসুস্থতার খবর এল আর তাতেই তিনি সিরিজের মাঝপথে চলে যাচ্ছেন এটি অবাক করেছে সবাইকে। টেলিফোনে যোগাযোগ করা হলে সিডন্স জানালেন ভিন্ন কথা, তার স্ত্রী অসুস্থ নয়, বরং তিনি ভালোই আছেন। তাহলে হঠাৎ করে যাওয়ার কারণ? দীর্ঘশ্বাস নিয়েই কোচ জানালেন, ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছি। বেশ অবাক করা জবাব। একজন পেশাদার কোচ হওয়া সত্ত্বেও শুধু ছুটি কাটানোর জন্য সিরিজের মাঝপথে দেশে ফিরে যাচ্ছেন। এই প্রশ্নের ঠিকমত উত্তর দিতে পারেননি বাংলাদেশের এই কোচ।

বোর্ড ও কোচের দুই রকম কথায় অন্তদর্্বদ্বের আগুনের যেন আরো আঁচ পাওয়া গেল। যদিও বোর্ডের একাধিক পরিচালক বলেছেন, সিডন্সের স্ত্রী অসুস্থ বলেই তিনি দেশে ফিরে যাচ্ছেন। অন্য কোন কারণ নেই, যা ছড়াচ্ছে সেগুলো সবটাই গুজব।

তবে কোচ সিডন্স রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট ধরার আগে তৃতীয় ম্যাচে দলে পরিবর্তন নিয়ে গতকাল সারাদিনই মিরপুর স্টেডিয়ামে নাটক হয়েছে। দুই পর্বে অনুশীলন রেখে নির্বাচক, ক্রিকেট অপারেশন্স কমিটি, অধিনায়ক এবং কোচ বেশ কয়েকবার তৃতীয় ওয়ানডের দল নিয়ে আলোচনাও করেন। দুটি পরিবর্তন করে দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচেও উইনিং কম্বিনেশন রাখার পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত পরিবর্তন নয়, উইনিং কম্বিনেশন রেখে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজিল্যান্ড সিরিজ জেতার পর থেকে বাংলাদেশ দলের ভিতরে ঠাণ্ডা লড়াই চলতে থাকে। বিশেষ করে অধিনায়ক নির্বাচন নিয়ে খেলোয়াড়দের ভিতরেও রেশারেশি ছিল বেশ কিছুদিন ধরে। প্রথম ওয়ানডে হারার পর অধিনায়ক সাকিবের বেফাস মন্তব্য করার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে খেলোয়াড়দের ড্রেসিং রুম।

শুধু তাই নয়, অধিনায়কের এমন মন্তব্যের পর দল নির্বাচনের পুরো দায়িত্ব পেয়ে যান সাকিব আল হাসান। তারই প্রেক্ষিতে দ্বিতীয় ম্যাচে পারফর্মার মাহমুদুলস্নাহ রিয়াদকে বাদ দিয়ে নাঈম ইসলাম এবং মোহাম্মদ আশরাফুলকে বাদ দিয়ে রকিবুল হাসানকে খেলানো হয়। এক সূত্র থেকে জানা যায়, আশরাফুল দলে ফেরায় খেলোয়াড়রা অসন্তুষ্ট ছিলেন। এমনকি বর্তমানে অফ-ফর্মে থাকা মাশরাফি বিন মুর্তজার খেলার ব্যাপারেও নাকি অনেকের আপত্তি আছে। তবে এসব আপত্তি টিকেনি। অবশেষে সিদ্ধান্ত নেয়া হয় আজকের ম্যাচে মাশরাফি খেলছেন। রুবেল হোসেন ও নাজমুল হোসেন গত শনিবার দলের অনুশীলনে যোগ দেয়ায় এ গুজব ছড়ায়।

এসব কারণেই টিম ম্যানেজমেন্টে সৃষ্টি হয়েছে টানাপোড়েন। জানা যায়, নির্বাচকদের বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের বাকি ম্যাচগুলোর সেরা একাদশ তৈরি করবে কোচ ও অধিনায়ক। তারই প্রেক্ষিতে গতকাল বিকালে দল নিয়ে কোচ ও অধিনায়কের সাথে আলোচনায় বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই কোচ সিডন্স স্ত্রীর অসুস্থতার কথা বলে অস্ট্রেলিয়ায় চলে যাওয়ায় আসল বিষয়টি রহস্যই থেকে গেল।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ একাদশ :

সাকিব (অধিনায়ক), তামিম, কায়েস, জুনায়েদ, রকিবুল, মুশফিক, নাঈম, শুভ, মাশরাফি, রাজ্জাক এবং শফিউল।
Reply With Quote