View Single Post
  #1574  
Old August 10, 2011, 06:02 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

glad to hear that player-rao amader moto mone kostho peyeche...
-------------------------------------------------------------------------------------------------
ওয়ানডে সিরিজটাও সহজ হবে না| তারিখ: ১১-০৮-২০১১

হারারে টেস্টটা যেদিন শেষ হলো, সেই রাতে বলতে গেলে ঘুমাতেই পারিনি। শেষ রাতে চোখটা একটু লেগেছিল, খুব ভোরে ঘুম ভেঙে গেল। তখনো বিশ্বাস হচ্ছিল না, টেস্টটা আমরা হেরে গেছি! আমার নিজের কাছে যেমন, তেমনি পুরো টিমের কাছেই এই টেস্ট একটা হতাশার নাম।
তবে পেশাদার ক্রিকেটারের জীবন এমন যে একটা হতাশা নিয়ে বেশিক্ষণ বসে থাকার সুযোগ নেই। ওয়ানডে সিরিজ শুরু হয়ে যাচ্ছে, টেস্টের হতাশা পেছনে ফেলে সেটি নিয়েই বেশি ভাবতে চাই এখন। ভাবছিও।
তবে এই টেস্টে আমরা যে ভুলগুলো করেছি, তা ভুলতে চাই না। আমি চাইব, অন্য খেলোয়াড়েরাও যেন তা না ভোলে। আমাদের তো দোষ আছেই, তবে এই টেস্টটির কথা যতই ভাবছি, ততই মনে হচ্ছে আমাদের প্রস্তুতিটা আসলে একদমই যথেষ্ট ছিল না। ১৪ মাস পর টেস্ট ম্যাচ খেললাম, আন্তর্জাতিক ক্রিকেটও তো তিন মাস পর। বিরতিটা অনেক লম্বা।
মাঝখানে আমি কাউন্টিতে একটা চার দিনের ম্যাচ খেলেছি। দলের বাকি খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতা ূলক কোনো ম্যাচই খেলেনি। একজন খেলোয়াড় খেলতে খেলতে শেখে। না খেলতে খেলতে ভুলে যায়। কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, শুনেছি ব্যাটিং-বোলিং প্র্যাকটিসও হয়েছে ১৫ দিনের মতো। কিন্তু টেস্ট ম্যাচের প্রস্তুতির জন্য আমাদের কিছু ভালো ম্যাচ খেলা প্রয়োজন ছিল। এই টেস্টের প্রতিটি দিনই তা অনুভব করেছি।
হারার পর এসব কথা অজুহাতের মতো শোনাতে পারে। যাঁরা সেভাবে ক্রিকেট খেলেননি, তাঁরা হয়তো মনে করবেন সারা দিন প্র্যাকটিস করলেই তো ভালো খেলা যায়। তবে যাঁরা খেলেছেন, তাঁরা ঠিকই প্র্যাকটিস আর ম্যাচ খেলার পার্থক্য বুঝতে পারবেন। ম্যাচে একজন ব্যাটসম্যান ৫০-১০০ করলে সেটি এক মাসের প্র্যাকটিসের চেয়েও বেশি কাজে আসে। বোলারদের ক্ষেত্রেও কথাটা সত্যি। ম্যাচে লম্বা স্পেল করলেই না নিজের ভালো-মন্দ বোঝা যায়।
আরেকটা ব্যাপার, গত অনেক দিন কিন্তু আমরা বাংলাদেশেই খেলেছি। এখানে উইকেট যতই ব্যাটিং-সহায়ক থাকুক, একটু পার্থক্য তো আছেই। ব্যাটসম্যান-বোলার সবাইকেই অ্যাডজাস্ট করতে হয়েছে। অনেক দিন প্রতিদ্বন্দ্বিতা ূলক ম্যাচ না খেলায় সেটিই আমরা পারিনি।
প্রথম দিন খেলার শুরুতেই যে রান আউটটা মিস হলো, এর পর থেকে আমরা আর কখনোই এগিয়ে যেতে পারিনি। আমরা একটু ব্যবধান কমিয়েছি তো ওরা আবার এগিয়ে গেছে। একটা দিন সকালে ঘুম ভেঙেছে দুশ্চিন্তা নিয়ে, আজ ভালো কিছু না হলে তো আরও পিছিয়ে পড়ব। শুধু তৃতীয় দিনের খেলার শেষ দিকে খুব তাড়াতাড়ি ওদের দ্বিতীয় ইনিংসের তিনটি উইকেট তুলে নেওয়ার পর আমরা একটু সমানে-সমান অবস্থায় আসতে পেরেছিলাম। শেষ দিনের ব্যাটিংটা ছিল খুব হতাশাজনক। অ্যাপ্লিকেশনের অভাব ছিল। তবে সেটির সঙ্গেও কিন্তু ভালো প্রস্তুতি না হওয়ার যোগ আছে। ম্যাচ-ট্যাচ না খেললে মাইন্ডসেটটাও ঠিক হয় না।
টেস্টের দুঃখটা তো মনে থাকবেই, তবে এখন আর এটি নিয়ে বেশি ভাবতে চাই না। ভেবে তো আর লাভ নেই। যা গেছে, তা আর ফিরিয়ে আনা যাবে না। এখন শুধু ওয়ানডে সিরিজেই ফোকাস করতে চাই। এটি জিততে পারলে টেস্টে হারার দুঃখটা তাও একটু কমবে। তবে এই সিরিজটাও অনেক কঠিন হবে বলেই আমার মনে হচ্ছে। ২০০৬ সালের পর আমরা জিম্বাবুয়ের কাছে সিরিজ হারিনি। বলতে গেলে সহজেই জিতেছি। এবার এত সহজ হবে না। জিম্বাবুয়ে খুব ভালো প্রস্তুতি নিয়েছে, সাফল্যের জন্য ক্ষুধার্তও হয়ে আছে। আমাদের সবাইকে তাই অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।
টেস্টে হারার পর দেশের মানুষের হতাশাটা অনুমান করতে পারছি। তাদের কথা ভেবে আমাদের আরও বেশি মন খারাপ হয়েছে। কারণ, আমরা তো জানি, সবাই আমাদের কাছে ভালো কিছু আশা করে। ওয়ানডে সিরিজে সেই হতাশা ভুলিয়ে দেবই, এই প্রতিশ্রুতি দিচ্ছি না। কারণ, খেলাটা ক্রিকেট, অনেক কিছুই হতে পারে। তবে একটা প্রতিশ্রুতি তো দিতেই পারি, আমরা নিজেদের উজাড় করে দিয়ে খেলব।
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote