View Single Post
  #53  
Old January 18, 2012, 12:50 PM
nakedzero's Avatar
nakedzero nakedzero is offline
Cricket Legend
 
Join Date: February 3, 2011
Favorite Player: ShakTikMashNasir(ShakV2)
Posts: 2,024
Default পিসিবি সিওও’র বাংলাদেশ সফর

দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্ক ক্রম উন্নতির পথে। দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ছাড় দেওয়া নিয়েই সম্পর্কের উন্নতি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেষ্টা করছে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট দেশে ফেরাতে। ক্রিকেটের অন্য দেশগুলোকে যখন পাকিস্তানে সফর করাতে রাজি করানো যাচ্ছে না তখন আগবাড়িয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এপ্রিলে জাতীয় দল পাঠানোর একপ্রকার নীতিগত সিদ্ধান্ত নিয়েই ফেলেছে।

সফরের অগ্রগতি এবং বিসিবির প্রয়াত সিইও মঞ্জুর আহমেদের কবর জিয়ারত করতেই পাকিস্তানের চিফ অপারেটিং অফিসার (সিওও) সোবহান আহমেদ বাংলাদেশ সফর করে গেলেন। যদিও তিনি বলছেন, বাংলাদেশ সফরের উদ্দেশ্য বিসিবির প্রয়াত মঞ্জুর আহমেদের কবর জিয়ারত এবং তাঁর শোকসন্ত্রস্ত পরিবারের সঙ্গে দেখা করা।

এরপরেও বাংলাদেশ দলে পাকিস্তান সফর বিষয়ে একেবারে যে আলোচনা হয়নি তা নয়। এই জানুয়ারিতে বাংলাদেশ থেকে যে পর্যবেক্ষক দল পাকিস্তান সফরে যাওয়ার কথা, সে বিষয়ে সোবহানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘আমরা সার্বক্ষণিক বিসিবির সঙ্গে যোগাযোগ রাখছি। সবকিছু ঠিক পথেই এগোচ্ছে। পর্যবেক্ষক দলও ইতিবাচক। তারা যে ধরণের নিরাপত্তা ব্যবস্থা আমাদের কাছে চায় তার সবই দেওয়া হবে।’

আগামী এপ্রিলে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার সময় নির্ধারণ করা আছে। দেশটির নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২৫ জানুয়ারির ভেতরে একটি পর্যবেক্ষক দল যাবে। এনিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পিসিবি সিওও’র কোন আলোচনা হয়েছে কি না প্রশ্ন করা হলে বলেন,‘এটা আমাদের কাজ নয়। বিসিবি দেখবে। অতএব তারা নিশ্চয়ই তাদের সরকারের সঙ্গে আলোচনা করছে।’

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’কে অবহিত করা হয়েছে বলে জানান সোবহান,‘আমরা আইসিসিকে অবহিত করে তাদের নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠাতে বলেছি। তারা এখন পর্যন্ত যেহেতু যায়নি। সেহেতু আমরা মনে করি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন নয়।’



SOURCE
Reply With Quote