View Single Post
  #15  
Old January 19, 2009, 04:56 PM
kalpurush's Avatar
kalpurush kalpurush is offline
Moderator
 
Join Date: June 7, 2005
Location: Victoria: Heaven's Earth!
Posts: 19,200

Quote:
Originally Posted by auntu
ওবায়েদ ভাই,
আশরাফুলের বিদায় মানে কি দল থেকে ছেটে ফেলা নাকি অধিনায়কত্ব থেকে?

আপনি উল্লেখ করেছেন যে দ্বিতীয়টি চাচ্ছেন। সেক্ষেত্রে তাই কি আমাদের সকল সমাধানের কেন্দ্র বিন্দু?
আপনি কি মনে করেন সর্বশেষ দুইটি ম্যাচে আমাদের পরাজয়ের একমাত্র কারন শুধুমাত্র আশরাফুলের ভুল সিদ্ধান্ত?

আশরাফুলের বদলে কাকে অধিনায়কত্ব দেয়া যেতে পারে...মাশরাফি, মুশফিক, সাকিব। এই তিনটি নামই ঘুরে ফিরে আসছে।

মাশরাফি ইদানিং ভালো ফর্মে আছে। ইনজুরি নিয়ে সবসময়ই ভুগে আসছে। নেতৃত্বের ব্যাপারে পরীক্ষিত নয়। মাশরাফিকে অধিনায়কত্ব দেয়া মানে তার জন্য এবং দলের জন্যও আবার প্রথম থেকে শুরু করা। মূল স্ট্রাইক বোলারকে দায়িত্ব দিয়ে চাপে ফেলে কতটুকু পজিটিভ ফল বয়ে আনবে তা খুবই চিন্তার ব্যাপার।

কিছুদিন আগে লিপু কোন এক চ্যানেলের সাথে সাক্ষাতকারে বলেছিলো যে, সাকিব মাত্র ইন্টারমিডিয়েড পরীক্ষা দেয়া একজন ছেলে তাকে এই মূহুর্তে অধিনায়কত্ব না দেয়াই উত্তম হবে। মুশফিকুর রহীম এক্ষেত্রে সম্ভাবনা উজ্জ্বল।

মানলাম আশরাফুল মাঠে অনেক ভুল করছে কিন্তু সাদা চোখে বলেন তো সে দিন দিন কি অধিনায়ক হিসেবে পরিপক্ক হয়ে উঠার লক্ষণ দেখাচ্ছে কি না?

আমাদের হাতে নতুন অধিনায়কের বিকল্প নেই। পারপফর্মার কাউকে অধিনায়কত্ব দিয়ে দলের ক্ষতি করা কতটুকু যুক্তিযুক্ত হবে তা গভীর ভাবে চিন্তা করা উচিত।

তাই দলের সার্থে আশরাফুলকে কমপক্ষে ২ সিজন বিনা বাধায় সুযোগ দেয়া প্রয়োজন।
Well, I am Nobody. I have to watch what "they" decide.
শুধু বারংবার একই ভুল মর্ম-যাতনার সৃষ্টি করে...
__________________
> Start slow. Build a base. Then explode.
> I needed to perform so that I could give my countrymen an occasion to cherish and be proud of - Ice Man
> My photographs @ flickr http://www.flickr.com/photos/obayedh/
Reply With Quote