View Single Post
  #368  
Old October 25, 2011, 04:31 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

May God help us all!

আমারে আরেকটু ঝুল দেন?
শরীফুল ইসলাম রুকন


খাবারের জন্য কাকুতি-মিনতি করছে ভাগ্যাহত শিশুর দল।
ছবিটি দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টার থেকে তোলা।

চট্টগ্রাম: ‘আমারে একটু ঝুল দ্যান, রাতে মা ভাত রাঁদবে না। আজ এগুলো খেয়ে থাকতে হবে’। সোমবার বিকেলে দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কুড়িয়ে নেওয়া ভাতে একটু ঝোল নেওয়ার জন্য সেখানকার রান্নাঘরে এভাবে কাকুতি-মিনতি করছিল এক শিশু।

নাম জানতে চাইলেই সে বলে উঠল, আমার নাম আরিফ।

দেখা গেল শুধু আরিফ নয়, বেশকয়েকটি শিশু এ ভাবে স্ব স্ব ভঙ্গিতে বাবুর্চির কাছ থেকে চেয়ে নিচ্ছেন একমুঠো খাবার। যাদের আজ স্কুলে যাবার কথা, পড়ালেখা নিয়ে পথচলার কথা, প্রধানমন্ত্রী যখন এই শিশুদের বই এর বদলে ল্যাপটপ নিয়ে স্কুলে পাঠানোর কথা বলছেন সেখানে এই শিশুগুলো নেমেছে একমুঠো খাবারে খোঁজে, যেন নিরন্তর এক সংগ্রামে।

আমাদের আগামীর প্রজন্ম তার নিজের ও পরিবারের অন্য অনাহারি সদস্যদের মুখে এক মুঠো খাবার তুলে দেবার জন্য। একটি নোংরা পলিথিনের ব্যাগ ঘাড়ে নিয়ে দিনভর কমিউনিটি সেন্টারের এপাশ থেকে ও পাশে ছেঁড়া স্যান্ডেল পায়ে হাতে পলিথিনের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে যদি কোথাও কিছু পাওয়া যায় এই আশায়।

খাবার নিতে আসা আরিফ, কামাল ও হেনা আক্তার জানায়, তারা যে খাবারটুকু পেয়েছে তাই দিয়ে পরিবারের সদস্যরা রাতে খাবে। তারা আরও জানান, আবার যদি ঐ খাবারগুলো না পাই তাহলে তাদের নিজ নিজ বাড়ির সবাইকে থাকতে হবে উপোষ। এ যেন বেঁচে থাকার জন্য এক কঠিন যুদ্ধ।

এই বিষয়ে দি কিং অব চন্দনাইশ কমিউনিটি সেন্টারের বাবুর্চি বলেন, আমাদের এখানে খাবারের জন্য অনেক শিশু আসে, তারা এই খাবার পেয়ে বেশ খুশি হয়।

কাদের জন্য শিশু অধিকার, শিশুর স্বার্থ সংরক্ষন, শিশু শ্রম ইত্যাদি বিষয় নিয়ে দেশে বিদেশে নানান সভা-সমাবেশ। দেশ-বিদেশে শিশু দিবস পালন করা হয় বেশ ঢাক ঢোল পিটিয়ে। প্রশ্ন ওঠে যেখানে, কাদের জন্য এত আয়োজন?

উন্নত বিশ্বের ন্যায় আমাদের দেশের অনেক মানুষ বাড়িতে হাজার টাকা খরচ করে শখের বশে বিভিন্ন প্রজাতির পাখি, একই কায়দায় অনেকে বাড়িতে এ্যাকুরিয়াম তৈরী করে। আবার কেউ কেউ বিদেশী কুকুর পোষে, অথচ সেই দেশেরই হাজার হাজার শিশু আজ তিনবেলা খেতে না পেয়ে থাকে অর্ধাহারে,অনাহারে সত্যি বিচিত্র এই দেশ !।
---------------


I really wanted to share this sad story. Don't know if this is a proper thread for this type of stories.
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote