View Single Post
  #327  
Old October 7, 2009, 05:09 PM
Eshen's Avatar
Eshen Eshen is offline
Cricket Guru
 
Join Date: August 27, 2007
Posts: 14,497

ডলারকে খেলার সুযোগ দেবে সিসিডিএম

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'এ' দলের ক্রিকেটারদের জন্য ১৬ সেপ্টেম্বর বিশেষ ব্যবস্থায় দলবদলের সুযোগ করে দিয়েছিল ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)। সে অনুযায়ী ইমরুল কায়েস, সাহাদাত হোসেনসহ অনেকেই সেদিন চুক্তিভুক্ত দলের পক্ষে নাম নিবন্ধন করেন, করেননি শুধু ডলার মাহমুদ। বিষয়টি সিসিডিএম এবং বিসিবির কর্মকর্তাদের কেউই খেয়াল করেননি। এমনকি ওল্ডডিওএইচএস-এর পক্ষ থেকেও বিষয়টি সিসিডিএমকে জানানো হয়নি বলে দাবি করেন সিসিডিএম চেয়ারম্যান জিএস হাসান তামিম।

দলবদল শেষে বিষয়টি নজরে আসে সিসিডিএম কর্মকর্তাদের। এ নিয়ে বুধবার এক সভাও করে তারা। তবে এখনই ডলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না তারা। দেশে ফেরার পর দলবদলে অংশ না নেয়ার কারণ দর্শাতে হবে ডলারকে। সিসিডিএম সভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"শৃঙ্খলা কমিটির কাছে ডলারকে জবাবদিহি করতে হবে। শৃঙ্খলা কমিটির প্রতিবেদন দেখার পর আমরা সিদ্ধান্ত নেব।"

তিনি আরো বলেন,"তার বয়স কম, ভুল হলেও খেলার সুযোগ দেয়া হবে।"

পুলের ক্রিকেটার হিসেবে মোহামেডানে খেলার কথা ছিল ডলার মাহমুদের। পরে মোহামেডান তার জায়গায় উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে নেয়ায় ওল্ড ডিওএইচএস-এর সঙ্গে যোগাযোগ হয় তার। মোহামেডানের কর্মকর্তারাই সেখানে তার খেলার বিষয়টি নিশ্চিত করেন। গত মৌসুমে মোহামেডানে খেলেছেন ডলার মাহমুদ। পুলভুক্ত হওয়ায় মোহামেডানের সঙ্গে ওল্ডডিওএইচএস-এর সমঝোতার সুযোগও নেই। সে ক্ষেত্রে লিগ কমিটি এবং বিসিবির ওপরই নির্ভর করছে ডলার মাহমুদ এবার ঢাকা লিগে কোন দলে খেলবেন সেই বিষয়টি।


http://www.bdnews24.com/bangla/detai...=111596&cid=26
Reply With Quote