View Single Post
  #51  
Old March 19, 2013, 03:31 AM
Sohel's Avatar
Sohel Sohel is offline
Cricket Savant
 
Join Date: April 18, 2007
Location: Dhaka
Favorite Player: Nazimuddin
Posts: 35,464

Quote:
যে তিনজন দগ্ধ তরুণ চিকিৎসক হরতাল পূর্ববর্তী নির্মম সহিংসতায় আক্রান্ত হয়েছে, তাঁদের নিয়ে খুব অস্থিরতায় ছিলাম। এই অস্থিরতার কারণ তাঁরা আমার পেশার তরুণ সহকর্মী। এই অস্থিরতা আরো বাড়ল আজকে সকালে যখন জানলাম তাঁরা তিন জনই আমার মেডিক্যালের গ্রাজুয়েট। রাজশাহী মেডিকেল কলেজের ৩৫ তম ব্যাচের রায়হান (ডাঃ আহমেদ রায়হান শারিফ), ডিউক (ডাঃ রাকিবুল ইসলাম), বাবু (ডাঃ ওমর ফারুক) গত পরশু রাতে হরতাল পিকেটার দের ছোড়া পেট্রোল বোমায় আহত হয়ে, ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তি । তাঁদের মধ্যে ডিউক আর বাবুর অবস্থা আশঙ্কা জনক।

আমাদের প্রায় ১০ বছরের ছোট ওরা, তাই কয়েকজনকে ফোন করে চিনবার চেষ্টা করলাম। তিন জনই ছাত্র জীবনে ছাত্রদল করতো, এখনও ড্যাবের সাথে যুক্ত। আমি ওদের শরীরের যন্ত্রণা কে ছাপিয়ে নিদারুন মানসিক যন্ত্রণার বিষয়টি কিছুটা উপলদ্ধি করতে পারছি।

রাজনীতি যখন অনাবশ্যক সহিংস হয়ে ওঠে তখন মাঠের কর্তৃত্ব দুর্বৃত্তদের হাতে চলে যায়। সেই দুর্বৃত্তদের হাতে দলের কর্মী-সমর্থকও নিরাপদ থাকেনা।

বিশ্বজিৎ মৃত্যুর আগে চাপাতি লীগকে বলতে পেরেছিল "আমি হিন্দু" তার মানে আমি তোমাদের শত্রু নই, বরং আমি যে ধর্মীয় সম্প্রদায়ের সদস্য তাঁরা কিন্তু মুলত তোমাদেরই ভোট দেয়।

বাবু, ডিউক আর রায়হান কিছু বলার সুযোগই পায়নি, তার আগেই হয়েছে দগ্ধ।

আওয়ামী লীগ এবং বি এন পি; আপনারাই দেখুন দেশটাকে কোথায় নিয়ে এসেছেন। আপনারা রাজনৈতিক কর্মসূচী পালন করুন, আপনাদের কর্মীদের দিয়ে। দুর্বৃত্তদের আপনাদের হয়ে মাঠে নামতে দিয়েন না।

বাবু, ডিউক আর রায়হানের দ্রুত আরোগ্য কামনা করছি।


FB status update from Pinaki Bhattacharya.
Pretty much sums it all up about criminal conduct masquerading as politics.
__________________
"And do not curse those who call on other than GOD, lest they blaspheme and curse GOD, out of ignorance. We have adorned the works of every group in their eyes. Ultimately, they return to their Lord, then He informs them of everything they had done." (Qur'an 6:108)
Reply With Quote