View Single Post
  #1953  
Old May 13, 2012, 06:44 AM
firstlane firstlane is offline
Banned
 
Join Date: March 8, 2010
Location: Melbourne
Posts: 2,838
Default বাংলাদেশের জন্য বাছাইপর্ব !

চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম তিন আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি পাকিস্তানের কোনো দল। কালই জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের নাকি পাকিস্তানি দলের ব্যাপারে কোনো আপত্তি নেই। চতুর্থ আসরে পাকিস্তানের একটি টি-টোয়েন্টি দল সরাসরিই সুযোগ পেয়ে যেতে পারে। এমন ইঙ্গিতই ছিল বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের।
এই প্রতিযোগিতার নিয়মানুযায়ী এতে টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার শিরোপা জয়ীদের অংশ নেওয়ার কথা। এতদিন বাংলাদেশ থেকে কোনো দল পাঠানো যায়নি কারণ, বাংলাদেশে কোনো আনুষ্ঠানিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা ছিলনা। কিন্তু গত ফেব্রুয়ারিতে এদেশে আয়োজিত হয় কোটি টাকার টি-টোয়েন্টি প্রতিযোগিতা-বিপিএল। কিন্তু চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে হলে বাংলাদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটিকে বাছাইপর্বের বাধা ডিঙিয়েই যেতে হবে। অথচ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি চ্যাম্পিয়নই কেবল নয়, এই দেশগুলো থেকে একাধিক দলই খেলেছিল চ্যাম্পিয়নস লিগের বিগত আসরগুলোতে।
বাংলাদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। সে হিসেবে তাদেরই চ্যাম্পিয়নস লিগে খেলার কথা। তবে ফ্র্যাঞ্চাইজিটি যেন সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলতে পারে সে ব্যাপারে বিসিবি আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এ ব্যাপারে প্রথম আলো ডট কমকে জালাল ইউনুস জানান, ‘আমাদের দলটিকে বাছাইপর্ব খেলে চ্যাম্পিয়নস লিগে যেতে হবে বলেই এখনো পর্যন্ত জানি। তবে এ ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন চ্যাম্পিয়নস লিগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।’ তিনি জানান, বিসিবির লক্ষ্য বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস যেন সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পায়।

http://www.prothom-alo.com/detail/da...13/news/257454
Reply With Quote