BanglaCricket.com: Article


Tuesday, March 28, 2023
Updated: Monday, December 03, 2007
বাঘ্র শাবকেরা ইতিহাসের জাল বোনে

Obayed Haque
 

বাঘ্র শাবকেরা ইতিহাসের জাল বোনে

কে বলে সহজ?
কঠিন পথ
প্রয়োজন কঠোর পরিশ্রম,
জয় আসবে সেই পথে -
যদিও সেই পথ
কোথাও বন্ধুর
কোথাও জটিল,
কোথাও দুর্গম
কোথাও অসমতল,
অসম্ভব কিন্ত নয়।


আমাদের বাঘ্র শাবকেরা
অনেক বাঁধার পাহাড় ভেঙ্গে
হাড় কাপানো শীতে
শরীর ভাঙ্গা পরিশ্রমে,
সমস্ত একাগ্রতা আর
মানসিক শক্তি যোগে
জয়ের স্বপ্ন বোনে ।

জয় ধরা দেবেই
বন্ধুর পথ
আর সব বাধা সরিয়ে
আনতেই হবে জয়
সহজসাধ্য নয় জানি
তবে অসাধ্যও নয় মানি।।

কঠোর পরিশ্রমে
বাঘ্র শাবকও বলিষ্ঠ হয়
ক্ষিপ্র হয় আক্রমণে,
এ যে শৌর্যের লড়াই!
আসলে জয়ের স্বপ্ন নয়
বাঘ্র শাবকেরা
ইতিহাসের জাল বোনে।।