facebook Twitter RSS Feed YouTube StumbleUpon

Home | Forum | Chat | Tours | Articles | Pictures | News | Tools | History | Tourism | Search

 
 


Go Back   BanglaCricket Forum > Miscellaneous > Forget Cricket

Forget Cricket Talk about anything [within Board Rules, of course :) ]

Reply
 
Thread Tools Display Modes
  #1  
Old May 17, 2011, 02:49 AM
Isnaad's Avatar
Isnaad Isnaad is offline
Cricket Legend
 
Join Date: January 18, 2008
Location: 23.71 N, 90.40 E
Favorite Player: Shakib, AB De, Amla
Posts: 5,187

I consider myself very privileged reading this piece here. Alhamdulillah...ki shanti tei na exam disi...
__________________
"And be true to every promise- for, verily you will be called to account for every promise which you have made." - [Al Qur'an - 17:34]
Reply With Quote
  #2  
Old May 17, 2011, 03:56 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

এসএসসি ’১১: অদম্য মেধাবী
নিজের রোজগারে পড়েছে ওরা

বিশাল বাংলা ডেস্ক | তারিখ: ১৮-০৫-২০১১



নূর মোহাম্মদ,ফাবিয়া রাইয়ান, মোস্তাফিজুর রহমান ও আলী হোসেন

জন্ম দরিদ্র পরিবারে। তাই সকালবেলা নাশতা খেয়ে বই নিয়ে বিদ্যালয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি বললেই চলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারকে সহায়তা করতে শ্রমিকের কাজ করতে হয়েছে। ফাঁকে পড়ালেখা চালাতে হয়েছে, তাও নিজের রোজগারে। তার পরও থেমে থাকেনি ওরা। মেধা ও অধ্যবসায় তাদের অনন্য করে তুলেছে। এবার এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। স্বপ্ন এখন আলোকিত ভবিষ্যতের।
দাদন নিয়ে ফরম পূরণ করেছিল নূর মোহাম্মদ
কখনো দিনমজুর বাবার সঙ্গে মাঠে কাজ, কখনো টিউশনি করে সংসারে সহযোগিতা করতে হয়েছে। কিন্তু পথচলা থেমে থাকেনি নূর মোহাম্মদের। নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে সে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। লক্ষ্মীপাশা ইউনিয়নের দাশেরডাঙ্গা গ্রামের আকবর মোল্যা ও মা জরিনা বেগমের চার সন্তানের মধ্যে দ্বিতীয় ও তিন ভাইয়ের মধ্যে বড়। পাটকাঠির বেড়াঘেরা ছোট্ট একটি ঘরে তাদের বসবাস।
নূর মোহাম্মদ জানায়, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে হয়েছিল তাকে। সেই টাকা এখনো পরিশোধ করা হয়ে ওঠেনি। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখলেও কলেজে লেখাপড়া করানোর সামর্থ্য নেই তাঁর বাবার। লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ উদেদৗলা বলেন, ‘নূর মোহাম্মদ অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। কিন্তু অর্থের অভাবে তার ভবিষ্যৎ অনিশ্চিত।’
নানার পেনশনের টাকায় পড়ালেখা করেছে ফারিয়া
‘আমি একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হতে চাই। একজন শিক্ষকই শিক্ষার্থীর সুপ্ত আগুন জ্বালিয়ে তাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।’ কথাগুলো ফরিদপুর বালিকা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ফারিয়া রাইয়ানের। মা আম্মারা বেগম বলেন, ১৩ বছর আগে যৌতুকের কারণে ফারিয়ার বাবার সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। ‘পরে মেয়েকে নিয়ে চলে আসি ফরিদপুর শহরের লাহেড়ীপাড়ায় বাবার বাড়িতে। বাবার পেনশনের সামান্য টাকায় চলে ফারিয়ার পড়াশোনা।’ নানার মৃত্যুর পর মামা আব্দুল মুমিন ফারিয়ার পড়াশোনার দায়িত্ব নেন।
ফারিয়া বলে, ‘অভাবের মধ্যেই আমি বেড়ে উঠেছি। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। এসএসসিতে জিপিএ-৫ পেয়েছি। ঢাকায় গিয়ে ভালো কলেজে পড়ার ইচ্ছে থাকলেও তা হবে না। তাই ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজেই ভর্তি হতে হবে।’ ফারিয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার জানান, ফারিয়া প্রকৃত অর্থে একজন মেধাবী ছাত্রী। ওর ভেতরের শক্তিতেই ও এগিয়ে যাচ্ছে।
নিয়মিত ক্লাসও করতে পারত না মোস্তাফিজ
কুড়িগ্রামের উলিপুর উপজেলার কিশামত মালতীবাড়ী গ্রামের মোস্তাফিজুর রহমান এবারের দাখিল পরীক্ষায় ধরণীবাড়ী লতিফ রাজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েও চোখেমুখে অন্ধকার দেখছে। হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এত দিন পড়ার খরচ জোগাতে মাঝেমধ্যেই মাঠে দিনমজুরের কাজ করত। রাতে পাড়া-প্রতিবেশীর কাছ থেকে কেরোসিন ধার নিয়ে পড়াশোনা করত। বাবা-মায়ের ইচ্ছা, মোস্তাফিজ প্রকৌশলী হবে। কিন্তু সে স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অসামর্থ্য। গ্রাম পুলিশ বাবা আব্দুল মালেকের আয় বলতে মাসিক বেতনের ৮০০ টাকা। এ দিয়ে সংসারের খরচই চলে না। মাদ্রাসার শিক্ষক হামিদুর রহমান ও অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, ‘ছেলেটি হতদরিদ্র হওয়ায় আমরাই ফরম পূরণসহ যাবতীয় খরচ বহন করেছি। উচ্চশিক্ষার প্রতি তার অনেক আগ্রহ।’
কাজের ফাঁকে পড়াশোনা করেছে আলী হোসেন
সংসারে দুই বেলা অন্নের নিশ্চয়তা যেখানে নেই, সেখানে পড়াশোনা চালিয়ে যাওয়া আলী হোসেনের কাছে ছিল স্বপ্নের মতোই। সেই স্বপ্ন সফল করতে অন্যের পানের বরজে নিয়মিত শ্রম বিক্রি করেছে। কাজের ফাঁকে পড়াশোনা করেই আলী হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। আলমডাঙ্গার কেদারনগর গ্রামের আলাউদ্দিন ও সুফিয়া বেগমের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় আলী হোসেনের পড়াশোনা ষষ্ঠ শ্রেণীর পর থেমে গিয়েছিল। এরপর সে চলে যায় মামার বাড়ি একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। মামারাও তেমন স্বচ্ছল ছিলেন না। তাই দিনের বেলা মাঠে কাজ ও রাতে মামাতো ভাইদের বই নিয়ে পড়াশোনা শুরু করে। ভাগ্নের আগ্রহ দেখে মামা মনিরুল ইসলাম তাকে মুন্সীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। এসএসসি পরীক্ষার কয়েক মাস আগে মামা মারা যান। এরপর সে পুরোদমে পানের বরজে শ্রমিক হিসেবে কাজ ও উপার্জনের টাকা দিয়ে পরীক্ষার ফরম পূরণ করে। কয়েকজন শিক্ষক নিখরচায় তাকে প্রাইভেট পড়ার সুযোগ করে দিয়েছিলেন। আলী হোসেন এখন আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন দেখছে। অর্থাভাব তার এই স্বপ্ন কি পূরণ হতে দেবে?
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন মারুফ সামদানী, লোহাগড়া (নড়াইল); পান্না বালা, ফরিদপুর; মঞ্জুরুল হান্নান, উলিপুর (কুড়িগ্রাম) এবং শাহ আলম, চুয়াডাঙ্গা]
(Source: http://www.prothom-alo.com/detail/da...18/news/155125)
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
  #3  
Old May 17, 2011, 04:19 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

Wednesday, May 18, 2011
Front Page
Gates to help Bangladesh attain MDGs


Bill GatesUnb, Geneva

Microsoft Chairman William Henry Bill Gates has expressed keen interest to work together with Bangladesh to help it attain the Millennium Development Goals (MDGs).

Bill Gates, also co-chair of Bill and Milinda Gates Foundation, showed the interest during a courtesy call on Prime Minister Sheikh Hasina at her hotel suite in the Swiss city on Monday evening, PM's Press Secretary Abul Kalam Azad said.

During the discussion, the Microsoft chairman hoped that Hasina's modern and prudent leadership would take the country into a new height of development.

He further appreciated the present government's development programmes in the field of women empowerment, agriculture and health sector.

The prime minister and the Microsoft chairman also discussed scope of cooperation in vaccination programmes.

Thanking Bill Gates for his commitment and efforts towards people's development, the PM said her government is highly committed to ensure women's empowerment in all spheres of the society to establish their rights.

Besides, the premier told Bill Gates her government's various programmes to reduce child and maternal mortality rate.

The Microsoft chairman congratulated Hasina for Bangladesh's achievement of MDG-4 award.

The PM also said her government is relentlessly working to achieve the other MDGs.

Health Minister AFM Ruhal Haque, Foreign Minister Dipu Moni, State Minister for Forest and Environment Hasan Mahmud, among others, were present.

Meanwhile, Supachai Panitchpakdi, secretary general of Unctad, in a meeting invited the PM to attend the UN Conference on Trade and Development (Unctad) to be held in Doha next year.

In another meeting, UNAIDS Executive Director Michel Sidibé appreciated the premier for Bangladesh's success in controlling the HIV/AIDS diseases.

Later, WHO Director Shekhar Saxena paid a courtesy call on the PM at her hotel in the evening.

During the meeting, Hasina informed the WHO director that her daughter Saima Wazed Hossain, a psychologist, is arranging a regional conference on autism next July.
(Source: http://www.thedailystar.net/newDesig...php?nid=186196)
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
  #4  
Old May 17, 2011, 04:22 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

Tuesday, May 17, 2011
Science & Life
Cosmic quirk in microcosm

A phenomenon called the Doppler effect causes the frequency of sound waves to shift when their source is moving. Now this effect has been seen on a smaller scale than ever before.

Scientists have detected the Doppler effect a quirk of physics that makes an ambulance's siren change pitch as it drives by on the scale of a single molecule.

The Doppler effecthas been understood since 1842 and is used to help astronomers find faraway planets, but it never before has it been demonstrated on such a small scale.

The idea behind the Doppler effect is simple: When a moving object emits either sound orlight waves, the motion of the source causes the frequency of those waves to change. [The Coolest Little Particles in Nature]

When an object moves toward you, for example, the waves bunch together because that object's motion closes the gap between successive waves (like an accordion). This bunching means the distance between waves is shrunk and their frequency is higher than if the object were sitting still.

In sound waves, an increase in frequency (equivalent to a decrease in wavelength) corresponds to higher pitch. In light waves, the frequency determines the color: blue light has a higher frequency than red light, for example.

When an object moves away from you, the opposite occurs. As the source recedes, its waves space out as it puts more distance between the waves.

"Have you ever been caught in a speed trap? You know what the Doppler shift is then," said T. Darrah Thomas, a professor emeritus of chemistry at Oregon State University. "When light or any radiation is either reflected off of, or transmitted from, a moving object, it gets its wavelength shifted. That's how the speed trap works."

Thomas led a team of researchers who observed this effect created by the rotational motion of a molecule of nitrogen.

"There is plenty of evidence of the rotational Doppler effect in large bodies, such as a spinning planet or galaxy," Thomas said. "When a planet rotates, the light coming from it shifts to a higher frequency on the side spinning toward you and a lower frequency on the side spinning away from you." The effect can also be measured when a star wobbles to and fro, revealing the presence of an otherwise unseen planet tugging the star this way and that as it orbits around. "But this same basic force is at work even on the molecular level."

The scientists blasted high-energy photons into molecules of nitrogen. When hit, the molecules were jolted with energy, which caused them to release electrons. [Twisted Physics: 7 Mind-Blowing Findings]

By carefully measuring the energies of the electrons, the researchers found that electrons released when the molecule was rotating toward the detector had a higher energy than electrons released from molecules rotating away from the detector.

Now that scientific instruments are advanced enough to detect this change, Thomas said, scientists are going to have to start accounting for it in their measurements of particles in high-energy experiments.

"I don't think anybody asked the question particularly" before now, Thomas told LiveScience. "It's just one of those things that nobody thought to look for."

The research was conducted at laboratories in Japan, Sweden and France, and is described in a paper published in the May 13 issue of the journal Physical Review Letters.

Source: LiveScience
(Source: http://www.thedailystar.net/newDesig...php?nid=185975)
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
  #5  
Old May 18, 2011, 08:14 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

Well, I find this interesting!
--------------------------------------
পরকাল, মৃত্যু নিয়ে স্টিফেন হকিং
@ http://www.banglanews24.com/detailsn...=2011051940495
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
  #6  
Old May 18, 2011, 08:16 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

18 May 2011 05:36:14 AM Wednesday BdST
বিশ্বের প্রথম নক্ষত্র উদ্যান হচ্ছে রাশিয়ায়
--------------------------------------------------------------------------------
বাংলানিউজটোয়েন্ট ফোর.কম

ঢাকা: বিশ্বে প্রথম নক্ষত্র উদ্যান হচ্ছে রাশিয়ার কাজান শহরের উপকণ্ঠে। শহরের ভি. আই. এঙ্গেলগার্ট মানমন্দিরের ভূখণ্ডে উদ্যানটি নির্মাণ করা হবে। ২০১৩ সাল নাগাদ কেন্দ্রটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

বহুমুখী উদ্যান ভবনটি রাশিয়ার প্রজাতন্ত্র তাতারস্তানের রাজধানী কাজানের পাশেই নির্মাণ করা হচ্ছে। এর প্রধান অংশে মহাকাশ জ্যোতির্বিদ্যার নানা উপগ্রহ যন্ত্রপাতির পরীক্ষা করা হবে। রাশিয়া ও আন্তর্জাতিক মহাকাশ কর্মসূচির কার্যক্রম এখানে চলবে। এছাড়া রুশ সরকারের মহাকাশ সংস্থা গ্লোনাস এখানে স্থাপিত করা হবে। কেবল বিজ্ঞানীদের জন্যই নয়, বরং বিশ্ববিদ্যায়ের ছাত্র, স্কুলপড়ুয়া ও জ্যোতির্বিদ্যায় আগ্রহী সবার জন্যই এটি খোলা থাকবে।

এ প্রসঙ্গে এঙ্গেলগার্ট মানমন্দিরের ইউরি নেফেদিয়েভ বলেন, ‘এই কেন্দ্রে থাকবে নক্ষত্রশালা (প্ল্যানেটারিয়াম), বিনোদন উদ্যান এবং মহাকাশ জরিপ ও জ্যোতির্বিদ্যার ব্যবহারিক শিক্ষার জন্য একটি অংশ থাকবে। উন্নতমানের টেলিস্কোপ ও এসংক্রান্ত যন্ত্রপাতি মানমন্দিরে স্থাপন করা হবে।’

এই মহাকাশ উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে চলতি বছরের আগস্ট মাসে। এখানে এই সময়ে বিশ্ব জ্যোতির্বিদ্যা সম্মেলন আয়োজন করা হয়েছে। গ্যাগারিনের মহাকাশ ভ্রমণের পঞ্চাশ বছর ও রুশ মহাকাশ বিজ্ঞানের তাত্ত্বিক মিস্তিসøাভ কেলদীশের জন্ম শত বর্ষ উপলক্ষে এই আয়োজন।

মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের ডিরেক্টর বলেন, ‘উদ্যানের অভ্যন্তরে জ্যোতির্বিদ্যায় অবদান রাখা মহান ব্যক্তিদের নাম, ছবি খোদাই করা থাকবে। আছে আরও চমক: প্রথমবারের মতো আকাশকে মাটিতে নামিয়ে আনা হবে।’

তিনি আরও জানান, উন্নত মানের প্রোজেক্টর দিয়ে আকাশ, নক্ষত্রের বাস্তব ছবি বিশেষ এক স্থানে প্রতিফলিত করে তা দেখানো হবে। এখানে একজন দর্শক উঁচু বারান্দায় দাঁড়িয়ে তার প্রিয় নক্ষত্রটি খুব কাছ থেকে দেখবেন এবং আকাশে যা দেখেন তার সঙ্গে তুলনা করবেন। আরও দেখা যাবে অ্যান্ড্রোমিদা নক্ষত্রপুঞ্জের ঝাপসাভাব।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ১৮, ২০১১
(Source: http://www.banglanews24.com/detailsn...=2011051940689)
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
  #7  
Old May 21, 2011, 05:08 PM
idrinkh2O's Avatar
idrinkh2O idrinkh2O is offline
Test Cricketer
 
Join Date: April 9, 2011
Favorite Player: Performing Tigers
Posts: 1,879

Pabitra Kundu's touching farewell letter to his late friend and colleague Al Musabbir Sadi Pommel...

পামেলকে শেষ চিঠি
তারিখ: ২১-০৫-২০১১

স্মৃতির ফ্রেমে আল মুসাব্বির সাদী (পামেল): ২০০৩ অস্ট্রেলিয়া সফরে

প্রিয় পামেল,
স্কয়ার হাসপাতালের ১৪০৭ নম্বর কেবিনের শুভ্র বিছানায় যন্ত্রণাকাতর মুখে হাসি ফুটিয়ে বলেছিলে, তোমার অসম্ভব মনের জোরটা দিয়ে লড়াইটা চালিয়ে যাবে। কিছুতেই হার স্বীকার করবে না। তুমি কথা রাখতে পারলে না পামেল! মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই গেলে। যে ক্যানসার তোমার পাকস্থলীতে বাসা বেঁধেছিল অজ্ঞাতে, সেটাই তোমাকে শেষ করে দিয়ে গেল।
এমন তো নয়, বার্সেলোনার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ‘যুদ্ধ’, ডন ব্র্যাডম্যানের সঙ্গে হ্যারল্ড লারউডের, কিংবা ইভান্ডার হলিফিল্ডের সঙ্গে মাইক টাইসনের লড়াই। এটা ক্যানসার, একেবারে অব্যর্থ ঘাতক। তুমি পারলে না। মাত্র অল্প কদিনের ‘প্রস্তুতি’তে তুমি লড়াইয়ের ইঞ্চি কয়েক জমিই বের করতে পারলে না। এই তো গত মার্চ মাসে তুমি জানতে পারলে, ক্যানসার তোমার সামনে এসে গেছে। পর পরই গেলে সিঙ্গাপুরের হাসপাতালে। সেখানে ‘কেমো’ দেওয়া হলো দুই দফা। ফিরে এলে ঢাকায়, স্কয়ার হাসপাতালে। কথা ছিল শরীরে একটু শক্তি সঞ্চয় করে আবার যাবে সিঙ্গাপুরে। শরীরটাই আর শক্ত হয়ে উঠতে পারল না।
তোমার সেই দীর্ঘ সুদর্শন শরীরটাকে আঘাতে আঘাতে শিউরে ওঠার মতো জর্জরিত করে দিয়েছিল ক্যানসার। তবু তোমার মনের জোর ছিল, হ্যাঁ, সংশয়ও অবশ্য ছিল, তুমি নিজেই যেমন বলেছিলে ‘যদি ঠিকমতো খেতে পারতাম...।’ তুমি ঠিকমতো খেতেই পারোনি! অথচ তোমার সঙ্গী হিসেবে কয়েকটি সফরে গিয়ে জানি, নানা রকম খাবারের মধ্যে নতুন আবিষ্কারের আনন্দে মেতে উঠতে তুমি।
সবকিছুতেই তোমার আনন্দ ছিল। আনন্দ খুঁজে নিতে জানতে। তবে চির-আনন্দের উৎস খুঁজে পেয়েছিলে খেলার মধ্যে। ফুটবল, ক্রিকেটে—বিশেষ করে ফুটবলে। তোমার কাছের বন্ধুরা যেমন বলে, বরিশাল মেডিকেল কলেজে প্রথম বর্ষের পাঠ ছেড়ে ঢাকায় ফিরে আসাও ছিল ওই খেলারই টানে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে নিয়েছ স্নাতকোত্তর ডিগ্রি। অন্য কোনো চাকরি জোগাড় করারও চেষ্টা করোনি। খেলার কাছে থাকতে পারবে বলে ক্রীড়া সাংবাদিক হয়েছ। দৈনিক ইনডিপেন্ডেন্ট-এ শুরু ১৯৯৫ সালে, সেখানে টানা ১০ বছর কাটিয়ে যোগ দিয়েছ ডেইলি স্টার-এ। তারপর হঠাৎই যুক্ত হয়েছ ফুটবল ফেডারেশনে। তোমার প্রিয় ফুটবলার কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হলেন, তোমার ফুটবল-প্রজ্ঞা দেখে তিনি ডাক দিলেন। সেই ডাকে সাড়া দিয়ে তুমি যোগ দিলে বাফুফের বৈতনিক সাধারণ সম্পাদক পদে। দেশের ফুটবলের অচলায়তন ভাঙতে সালাউদ্দিন চেয়েছিলেন একটা তরুণ চিন্তাশীল প্রজন্ম ফুটবলের প্রশাসনে আসুক। দুইয়ে দুইয়ে চার মিলে গিয়েছিল। কিন্তু জীবনের কঠিন অঙ্কটাই তোমার মিলল না পামেল! না হলে কেন এই ৪৪ বছর বয়সে, খেলার মাঝমাঠে থাকতে কিংবা হাফটাইমে মৃত্যু তোমার শিয়রে এসে দাঁড়াবে?
তুমি সবাইকে আপন করে নিতে জানতে। সবার প্রিয় ছিলে তুমি। কতটা তুমি জানো না। কাল ভোরের আলো ফুটতেই চিকিৎসকেরা চিরদিনের মতো তোমার ছুটি ঘোষণা করে দিলেন, আর দুপুরে যখন আলিফ মেডিকেলের লাশবাহী গাড়িতে বরফের চাইয়ের মধ্যে কফিনে শুয়ে এলে মধুবাগে তোমার পৈতৃক বাড়ির সামনে, সেখানে অজস্র লোক তোমার মুখটা একবার দেখবে বলে কী ব্যাকুল হয়ে ছিল! সেখানে ছিল তোমার সহপাঠীরা, ছিল তোমার ক্রীড়া সাংবাদিক সতীর্থরা। তোমার জানাজা হলো মধুবাগ মসজিদের সামনে। লোকে লোকারণ্য!
আজ দুপুরে শেষবারের মতো তোমার জানাজা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তারপর চলে যাবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে নেবে শেষশয্যা। তার আগে তোমার ‘আইডল’ তোমার চিকিৎসক বড় ভাই আল মুতাফি সাদী (অ্যাঞ্জেল) আসবেন কানাডা থেকে। তাঁর সঙ্গে দেখা না করে তো তুমি শেষশয্যা নিতে পারো না!
তোমার প্রয়াত বাবা আবদুল কুদ্দুস সাদী ছিলেন লেখক, পুস্তক প্রকাশক। মা ছিলেন শিক্ষিকা। অন্তরটা তোমার আলোকিত হয়েছে অনেকটা সেই সূত্রেই। তুমি ছিলে আমার দেখা অন্যতম আলোকিত তরুণ। আর সেই তুমিই কিনা আজ এক অচেনা অন্ধকারে ঢুকে যাবে? তোমার দুই ছেলে নয় বছরের আরিয়ান আর সাড়ে তিন বছরের আরহান অবশ্য তোমাকে আলোর দিশারী হিসেবেই খুঁজে পাবে। তোমার চিকিৎসক স্ত্রী নাসরিন জাহান রত্না নিশ্চয়ই তোমার চেনানো রাস্তাটা তাদের দেখিয়ে দেবেন।
ওরা হয়তো তোমাকে সশরীরে পাবে না। তোমার কিছু উজ্জ্বল স্মৃতি সঙ্গী হবে তাদের। প্রথম আলোয় লেখা তোমার কয়েকটি অনুবাদ গ্রন্থের অক্ষরে অনুভব করবে তোমায়। আর আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তোমার কিছু সঙ্গসুধা।
কিন্তু সবশেষে বলি, তুমি কথা রাখোনি। এই অবেলায় আমাদের ছেড়ে গেলে। পৃথিবীর সেরা চিকিৎসকও যদি বলতেন কয়েক কোটি টাকার বিনিময়ে তোমাকে সুস্থ করে তোলা যাবে, আমরা সেই অসম্ভবকে সম্ভব করার পেছনে ছুটতাম। তোমাকে যেতে দিতামই না!
তোমার নিত্য শুভার্থী
পবিত্র কুন্ডু
Source
__________________
-- Alwayz with !!! Champions are made from something they have deep inside them - a desire, a dream, and a vision!
-- Bangladesh are the Runners-up in the 2012 ASIA Cup!
Reply With Quote
Reply


Currently Active Users Viewing This Thread: 1 (0 members and 1 guests)
 

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is On



All times are GMT -5. The time now is 07:33 AM.



Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2024, vBulletin Solutions, Inc.
BanglaCricket.com
 

About Us | Contact Us | Privacy Policy | Partner Sites | Useful Links | Banners |

© BanglaCricket